For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড:জোফরাকে বর্ণবিদ্বেষমূলক তির্যক মন্তব্য, দ্বিতীয় টেস্টে নিরাপত্তা বৃদ্ধি

ইংল্যান্ড ক্রিকেটার জোফরা আর্চারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার নড়েচড়ে বসল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড ক্রিকেটার জোফরা আর্চারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করায় নড়েচড়ে বসল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করার সময় নবম উইকেটে ব্যাটিং করে আউট হয়ে ফেরেন জোফরা। সেই সময়ই গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ, যা নিয়ে ক্রিকেটমহলে হৈচৈ পড়ে গিয়েছে।

অভিযুক্তকে দ্রুত ধরা যাবে, আশ্বাস দিল ক্রিকেট বোর্ড

অভিযুক্তকে দ্রুত ধরা যাবে, আশ্বাস দিল ক্রিকেট বোর্ড

গ্যালারির অভিযুক্ত দর্শককে ধরা না গেলেও পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুত অভিযুক্তকে খুঁজে বার করা হবে বলে আশ্বাস দিয়েছে বোর্ড। সেই সঙ্গে দ্বিতীয় টেস্টের নিরাপত্তার বাড়ানোর সিদ্ধান্ত নিল কিউয়ি ক্রিকেট বোর্ড।

নিরাপত্তা বাড়ানো হচ্ছে

এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্বিতীয় টেস্টে ক্রিকেটাররা যে পথে ড্রেসিংরুম থেকে মাঠে আসেন বা মাঠ থেকে ফিরে যান সেই সব জায়গায় অতিরিক্ত নিরাপত্তা রাখা হচ্ছে।ইংল্যান্ড পেসার জোফরার সঙ্গে এমন কান্ড ঘটার ফলে, কিউয়ি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে।

ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের কারণে দেশের সম্মানহানি হওয়ায় ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে এই ধরনের ঘটনা ক্রিকেটের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কিউয়ি দলের কোচ গ্যারি স্টিড জোফরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা অভিযোগকারীকে মূর্খ বলে সমালোচনা করেছেন।

জোফরার পাশে ইংল্যান্ড ফুটবল

এই ঘটনার ইংল্যান্ড ফুটবলার মার্কাস ব়্যাশফোর্ড জোফরার পাশে দাঁড়িয়েছেন। টুইটারে ব়্যাশফোর্ড লিখেছেন, 'জোফরা সত্যিই দেশের গৌরব। জোফরা এমন আচরণ কোনওভাবেই প্রাপ্য নয়!'

English summary
New Zealand Boost Security after Racial Insults to Jofra Archer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X