For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি ও টেস্টের মতো প্রাসঙ্গিক নয় ওয়ান ডে, কেন এমন বললেন বিরাট

টি-টোয়েন্টি ও টেস্টের মতো প্রাসঙ্গিক নয় ওয়ান ডে, কেন এমন বললেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এই পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে নিয়মরক্ষার ছাড়া আর কিছু নয়। তবু ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বললেন, ২০ ওভারের বিশ্বকাপের আগে চলতি বছর ওয়ান ডে তাঁদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

 টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। সিরিজের সবকটি ম্যাচই জিতেছে বিরাট কোহলি শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিউয়ি-দের বিরুদ্ধে এই জয়, ওয়ান ডে সিরিজ হারের থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, চলতি বছর ওয়ান ডে তাঁদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এর চেয়ে তিনি টেস্টকে এগিয়ে রাখবেন বলে জানিয়েছেন ভিকে। কারণ দর্শাতে গিয়ে বিরাট বলেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে লাল বলের ফর্ম্যাটকে ভারত প্রাধান্য দিচ্ছে ভারত।

জাদেজা ও সাইনিতে মুগ্ধ বিরাট

জাদেজা ও সাইনিতে মুগ্ধ বিরাট

টিম ইন্ডিয়ার ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শেষের দিকে দলের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ফাস্ট বোলার নভদীপ সাইনি যেভাবে ব্যাট করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, জাদেজা ও সাইনির ব্যাটিং দেখে এক সময় মনে হয়েছিল যে ভারত ম্যাচ জিততেও পারে।

 ব্যাটিং বিপর্যয়

ব্যাটিং বিপর্যয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ড ওয়ান ডে হারের জন্য দলের ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে এমন খারাপ দিন আসতেই পারে বলেও মনে করেন ভিকে।

English summary
ODI is not relevant as T20s and test, says Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X