For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলিকে স্লেজ করার এখন আর কেউ ভুল করে না, বললেন প্রাক্তন পাক অধিনায়ক

কোহলিকে স্লেজ করার এখন আর কেউ ভুল করে না, বললেন প্রাক্তন পাক অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলিকে স্লেজ করার এখন আর কেউ ভুল করে না। বাইশ গজে কোহলিকে তাতিয়ে দেওয়া মানে আদৌতে দলের সংকট তৈরি করা। ভারত অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে সম্প্রতি এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ।

মাইকেল ক্লার্ক যা বলেছেন

মাইকেল ক্লার্ক যা বলেছেন

কিছুদিন আগেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক, অজিরা আইপিএল চুক্তির কথা মাথায় রেখে এখন বিরাট বা ভারতকে স্লেজ করার সাহস দেখায় না বলে মন্তব্য করেন। যারপর এবার ওয়াঘার ওপার থেকে লাতিফ বিরাটদের স্লেজ করা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়া দিয়েছেন।

বিরাটের সঙ্গে মাঠে বাক্য বিনিময় না!

বিরাটের সঙ্গে মাঠে বাক্য বিনিময় না!

ইউটিউবের ভিডিও শোয়ে লাতিফ ২০১৪-১৫ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়ে দিয়েছেন। ধোনির অধিনায়কত্বে সেবার অস্ট্রেলিয়া সফর খেলতে গিয়েছিল ভারত। সেই সিরিজে অজি পেসাররা বিরাটকে একাধিকবার স্লেজ করেছিলেন। সেই সিরিজ মনে করিয়ে বিরাটের সঙ্গে মাঠে বাক্য বিনিময়ে না জড়ানোই ভালো বলে মন্তব্য করেছেন লাতিফ।

২০১৪ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে উদাহরণ দিলেন

২০১৪ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে উদাহরণ দিলেন

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ব্যাটসম্যান বলেন, '২০১৪ অস্ট্রেলিয়া সফরে সিরিজ জুড়ে স্লেজিংয়ের যোগ্য জবাব দিয়েছিলেন তরুণ ব্যাটসম্যান। অজি পেসার মিচেল জনসন ওর শরীর নিশানা করে বল ছুঁড়ে তাতিয়ে দিয়েছিল। পাল্টা ব্যাটেই জবাব দিয়েছিলেন কোহলি।সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে দুই ইনিংসে বিরাট ১১৫ ও ১৪১ হাঁকিয়েছিল। সব মিলিয়ে সিরিজের আট ইনিংসে যথাক্রমে ১১৫, ১৪১,১৯,১, ১৬৯, ৫৪, ১৪৭, ৪৬ রান করেছিলেন বিরাট। আট ইনিংসে মিলে বিরাট ৬৯২ রান করেন। '

তাঁর সময় কাদের চটালে ভুগতে হত নাম নিলেন লাতিফ

তাঁর সময় কাদের চটালে ভুগতে হত নাম নিলেন লাতিফ

লাতিফ ভিডিও শেষে বলেছেন, 'আমাদের প্রজন্মেও এমন ব্যাটসম্যান ছিল, যাদের তাতিয়ে দিলে, নিজের কবর খোঁড়া হত। পাকিস্তানের জাভেজ মিঁয়াদাদ, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস , ভারতের সুনীল গাভারসকর এই তালিকায় ছিলেন। এর এখন রয়েছেন বিরাট কোহলি।'

English summary
pakistans former cricket Rashid Latif said Virat Kohli is one of those players you don't want to mess with
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X