For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধোনি স্যার আমার আইডল, অধিনায়ক হিসেবে মাথা ঠান্ডা রাখা তাঁর থেকেই শিখেছি'

'ধোনি স্যার আমার আইডল, অধিনায়ক হিসেবে মাথা ঠান্ডা রাখা তাঁর থেকেই শিখেছি'

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটে ধোনিই তাঁর রোল মডেল। ধোনি স্যারের থেকে মাঠে ও জীবনে কঠিন পরিস্থিতিতেও কীভাবে ঠান্ডা থাকতে হয়, শেখার চেষ্টা করেন বলে জানালেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট অধিনায়ক প্রিয়ম গর্গ।

দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন প্রিয়ম

দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন প্রিয়ম

২০২০ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলেছিলেন প্রিয়ম গর্গ। ফাইনালে ব্যাটিং বিপর্যয় না হলে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল জিতে ট্রফি জিততে পারতেন তরুণ অধিনায়ক।

ধোনিকে নিয়ে প্রিয়ম যা বললেন

ধোনিকে নিয়ে প্রিয়ম যা বললেন

দেশের দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে নিয়ে প্রিয়ম বলেন,'আমি ধোনি স্যারকে ফলো করি। ধোনি স্যার আমার আইডল ও অনুপ্রেরণা। ব্যাটিং হোক বা অধিনায়কত্ব দুই ক্ষেত্রেই আমি ধোনি স্যারের মতো ভাবার চেষ্টা করি।'

ধোনির থেকে কী কী শেখেন প্রিয়ম

ধোনির থেকে কী কী শেখেন প্রিয়ম

এখানেই না থেম প্রিয়ম আরও জানিয়েছেন, 'আমি ধোনি স্যারের ব্যাটিং ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি। রান তাড়া করার সময়ে একরকম পরিকল্পনা, প্রথমে ব্যাটিংয়ে আবার অন্যরকম। প্রতিটি ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ধোনি স্যার ম্যাচকে শেষ মুহূর্তে পর্যন্ত নিয়ে যেতে চান। অধিনায়ক হিসেবে ধোনি স্যারের থেকে এই গুণগুলো শেখার চেষ্টা করি। সেই সঙ্গে ওনার ফিল্ডিং সাজানোগুলো দেখে শেখার চেষ্টা করি।'

ফাইনালে ধোনির মতো মাঠে শান্ত থাকায় নুমনা দেখিয়েছেন প্রিয়ম

ফাইনালে ধোনির মতো মাঠে শান্ত থাকায় নুমনা দেখিয়েছেন প্রিয়ম

প্রসঙ্গত ধোনির মতো প্রিয়মকেও মাঠে বেশ শান্ত থাকতে দেখা গিয়েছে। দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১৭৭ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বোলারদের দারুণভাবে ব্যাবহার করেন প্রিয়ম। রবি বিষ্ণুইয়ের ৪ উইকেট-সুশান্তের দুই উইকেটে ভর করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে এলেও শেষ পর্যন্ত প্রিয়মের ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২ উইকেটে হেরে বসে।

করোনা নিয়ম ভেঙে আর্চারের ভুলকে ক্ষমহীন অপরাধের সঙ্গে তুলনা প্রাক্তন ক্রিকেটারেরকরোনা নিয়ম ভেঙে আর্চারের ভুলকে ক্ষমহীন অপরাধের সঙ্গে তুলনা প্রাক্তন ক্রিকেটারের

English summary
Priyam Garg says, Learnt how to remain calm and adapt situation from MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X