For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট খেলতে গিয়ে অপহরণ! শেষে আঙুল কেটে নেওয়ার হুমকি পেয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার

ক্রিকেট খেলতে গিয়ে অপহরণ! শেষে আঙুল কেটে নেওয়ার হুমকি পেয়েছিলেন অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট, জীবনে সবকিছু দিয়েছে সাফল্য-ব্যর্থতা-ঘুড়ে দাঁড়ানো সবকিছু! এই স্পোর্টস শোয়ের সাক্ষাৎকারে এসে ক্রিকেট নিয়ে আড্ডা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেখানে ছোটবেলার এক হাড় হিম করা ঘটনা শেয়ার করেছেন অ্যাশ।

বাবা পছন্দ করতেন না তাও অবাধ্য হতেন অশ্বিন

জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইটে ঐ সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, 'পেশাদার ক্রিকেট শুরু করার আগে বন্ধুদের সঙ্গে টেনিস বলে টুর্নামেন্ট খেলতাম। বাবা অবশ্য একেবারেই এসব পছন্দ করতেন না।'

ক্রিকেট খেলতে গিয়ে অপহরণ

অশ্বিন ইন্টারভিউয়ে জানিয়েছেন, 'এমনই এক টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলার কথা। ফাইনাল খেলতে বাড়ি থেকে বেড়িয়েছি। হঠাৎ কয়েকজন এসে বাইক নিয়ে হাজির। আমি তো অবাক। মাঠে নিয়ে যাওয়ার জন্য় গাড়ি পাঠিয়েছে ভেবে আপ্লুত। এরপর নামি একটা কফি সেন্টারে নিয়ে গিয়ে খাওয়ালো। খাওয়া শেষ করে যখন ম্যাচে যাওয়ার জন্য ব্য়স্ততা দেখাচ্ছি, তখনই তারা পাল্টি খেয়ে জানাল তাঁরা আমাকে অপহরণ করেছে।'

তারপর যা হল

অশ্বিন জুড়েছেন, 'এরপরই ভয়ংকর হুমকি। অপহরণকারীরা জানায় ম্যাচ খেলতে গেলে তারা হাতের আঙুল কেটে দেবে। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ওদের সঙ্গে ক্যাফেতে বসে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না। এরপর সন্ধ্যেতে ওদের বাড়ি ছেড়ে দিয়ে আসার অনুরোধ করি। সেদিন ফাইনাল খেলতে যাবো না এই শর্তে তারা শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় বাড়ি ছেড়ে দিয়ে গিয়েছিল।'

অশ্বিনের কীর্তি

তারকা অফ স্পিনার হিসেবে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অশ্বিন। টেস্টে এই মুহূর্তে দেশের সেরা স্পিনারও তিনি। ৭০টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিন ৩৬২টি উইকেট নিয়েছেন। ১১১ ওডিআইয়ে সংগ্রহ ১৫০ উইকেট। ৪৬টি টি-২০তে সংগ্রহ ৫২ উইকেট।

English summary
R Ashwin recalls, he was Kidnapped and threatened about chop off his fingers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X