For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কুম্বলে-হরভজনকে ছুঁতে পারেন অশ্বিন

বৃহস্পতিবার ফের সাদা জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের। মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামের পিচ পেস সহায়ক হলেও

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ফের সাদা জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের। মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামের পিচ পেস সহায়ক হলেও, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আর তা হলে দেশের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে ও হরভজন সিং-কে ধরে ফেলার সুযোগ পাবেন অশ্বিন।

অশ্বিনের ২৪৯

অশ্বিনের ২৪৯

ভারতের হয়ে ৬৮টি টেস্টে ৩৫৭ উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। তার মধ্যে দেশের মাঠে টেস্টে তাঁর সংগৃহীত উইকেট সংখ্যা ২৪৯। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে এক উইকেট নিলেই তিনি দেশের এলিট ক্লাবে ঢুকে পড়বেন।

কুম্বলে ও হরভজন

কুম্বলে ও হরভজন

দেশের মাটিতে টেস্টে যথাক্রমে ৩৫০ ও ২৬৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ভারতের স্পিন লেজেন্ড যথাক্রমে অনিল কুম্বলে ও হরভজন সিং-র। ঘরের মাঠে টেস্টে ২৫০ উইকেটের মাইলস্টোন পেরনো বোলার কেবল তাঁরাই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই নজির গড়ার সুযোগ পাবেন রবীচন্দ্রন অশ্বিন।

মুরলিকে টপকে

মুরলিকে টপকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৫০ উইকেটের মালিক হন রবীচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্রুততম ক্রিকেটার (৬৬টি টেস্ট ম্যাচে) হিসেবে এই নজির গড়ে শ্রীলঙ্কার স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনকে ধরে ফেলেন অশ্বিন।

 সামনে তিন

সামনে তিন

৬৮টি টেস্ট ম্যাচে ৩৫৭ উইকেট নেওয়া রবীচন্দ্রন অশ্বিনের সামনে ভারতীয়দের মধ্যে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯ উইকেট), কপিল দেব (৪৩৪ উইকেট) ও হরভজন সিং (৪১৭)। শেষ দুই খেলোয়াড়কে অশ্বিন টপকে যেতেও পারেন বলেই বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা।

English summary
R Ashwin will join Anil Kumble and Harbhajan Singh against Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X