For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলে থুতুর ব্যবহার কমলে বোলিং শিল্প ধাক্কা খাবে! তাই এই বিকল্প চান রামিজ রাজা

বলে থুতুর ব্যবহার কমলে বোলিং শিল্প ধাক্কা খাবে! তাই এই বিকল্প চান রামিজ রাজা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়়ে বন্ধ ক্রিকেট। পরবর্তী সময় ক্রিকেট মাঠে বল গড়ালে একাধিক নিয়মে বদল আসতে পারে। যার মধ্যে সবার আগে ভাবনায় লালা বা থুতুর ব্যবহার। বলে থুতু লাগানেরা অভ্যাসে পরিবর্তন আনার পক্ষে প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা মত দিচ্ছেন। এর মাঝে এবার ক্রিকেটকে আকর্ষণীয় করতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা নয়া পরামর্শ দিলেন

কেন লালার ব্যবহার পরিবর্তনের পক্ষে মত

কেন লালার ব্যবহার পরিবর্তনের পক্ষে মত

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাঠে খেলা গড়ালে বোলার-ফিল্ডাররা বলে মুখের থুতু ব্যবহার করতে চাইবেন না। বাতাসে নয় করোনা ভাইরাস ড্রপলেট থেকে ছড়ায়। সেক্ষেত্রে বলে থুতুর ব্যবহারে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি হবে। সেকারণেই আম্পায়ারের তত্ত্বাবধানে কৃত্রিম কোনও পদার্থ দিয়ে বল পালিশ করাকে বৈধতা দিতে পারে আইসিসি। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপে ক্রিকেটের বলের আকার পরিবর্তন নিয়ে নিয়মে বদল আনার কথা ভাবছে আইসিসি।

এই নিয়ে ক্রিকেটমহলের মত

এই নিয়ে ক্রিকেটমহলের মত

আগামীদিনে থুতু বা লালার পরিবর্তে বল পালিশে কৃত্রিম উপায় ব্যবহার করার বিষয়টি ভারতের প্রাক্তন তারকা পেসার আশিস নেহরার অবশ্য না পসন্দ। তাঁর কথায় বল স্যুইংয়ে মুখের লালা বা থুতু ব্যবহারের কোনও বিকল্প হয় না। থুতু বা লালা একজন বোলারের প্রচলিত স্যুইংয়ে যতটা সহায়ক করতে পারে, ভেসলিন কিংবা অন্যান্য জিনিস ততটা সহায়ক হবে না।

ধারাভাষ্যকার রামিজ রাজার মত

ধারাভাষ্যকার রামিজ রাজার মত

এর মাঝে ধারাভাষ্যকার রামিজ রাজা অবশ্য অন্য প্রস্তাব দিলেন। এক ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেছেন,'করোনার পর ক্রিকেটাররা বলে থুতু লাগাতে না পারলে বলের সুইং কমবে ফলে, টেস্ট ক্রিকেটের আকর্ষণ কমবে বলার অপেক্ষা রাখে না। টেস্টে রিভার্স সুইং একটা শিল্প। লালার ব্যবহার বন্ধ হলে সেই শিল্প বন্ধ হতে চলেছে। রিভার্স সুইং বোলারের প্রধান অস্ত্র।'

রামিজ রাজার প্রস্তাব

রামিজ রাজার প্রস্তাব

এই সমস্যা সমাধানের নতুন প্রস্তাব দিয়েছেন রাজা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এ ক্ষেত্রে পিচের সাইজ কমানোর কথা ভাবতে বলেছেন। ২২ গজ নয়, পিচকে ২০ গজে করলে ব্যাটসম্যানদের ব্যাটিং সহজ হবে না। বোলাররা লালার ব্যবহার করতে না পারার কারণে ক্রিকেটে যে ভারসাম্য ধাক্কা খাচ্ছিল, সেটা এভাবে ফিরিয়ে আনার পক্ষে রামিজ।

সচিন তেন্ডুলকরের পছন্দের অল রাউন্ডারদের তালিকায় কোন পাঁচ কিংবদন্তি, এক নজরে দেখে নিনসচিন তেন্ডুলকরের পছন্দের অল রাউন্ডারদের তালিকায় কোন পাঁচ কিংবদন্তি, এক নজরে দেখে নিন

English summary
Ramiz Raja shares interesting suggestion for cricket, if using sweat-saliva ban after COVID-19 crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X