For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রায়ালে বাদ পড়া থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি,রইল বিষ্ণোইয়ের উত্থান কাহিনি

ট্রায়ালে বাদ পড়া থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি,রইল বিষ্ণোইয়ের উত্থান কাহিনি

  • |
Google Oneindia Bengali News

যশস্বী জয়সওয়ালের কাহিনি যদি গলি থেকে রাজপথে উত্থানের হয় তো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি রবি বিষ্ণোইয়ের কাহিনি রিজেকশন থেকে সিলেকশনের!

জানেন কি, আজ বিশ্বকাপ যার বলে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা নাকানি চোবানি খেলেন, সেই বিষ্ণোই একসময় ট্রায়ালে বাদ পড়েছিলেন।এক নজরে লেগ স্পিনারের জার্নির হাল হকিকত।

টুর্নামেন্টে কটি উইকেট পেয়েছেন বিষ্ণোই

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসরে ফাইনালের আগে বিষ্ণোইয়ের উইকেট সংখ্য়া ছিল ১৩টি। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ম্যাচে ৩০ রান খরচ করে ভারতের উঠতি লেগ স্পিনার ৪টি উইকেট নেন। যার সুবাদে টুর্নামেন্ট শেষে বিষ্ণোইয়ের উইকেট সংখ্যা ১৭টি। তিনিই ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সর্বাধিক উইকেটের মালিক।

ট্রায়ালে বাদ পড়া

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের ট্রায়ালে বাদ পড়েছিলেন বিষ্ণোই। পরবর্তী সময় আইপিএলের রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হয়ে নেটে বল করেছেন। ২০১৮ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন তরুণ তুর্কি। এর পরের দুই বছরে বিষ্ণোইয়ের দারুণ উত্থান। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রাজস্থানের হয়ে জয়পুরের ট্রায়ালে বিষ্ণোইকে জুনিয়র দলের নির্বাচকরা বাদ দিয়েছিলেন।একবার নয় দু'বার ট্রায়াল থেকে বিষ্ণোই বাদ পড়েছিলেন। পরের সময়টায় কঠোর অধ্য়াবসায় ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে গিয়েছেন।

বোর্ডের পরীক্ষা ছেড়ে ক্রিকেট

রাজস্থানের হয়ে নেট বোলিংয়ের সময় দ্বাদশ শ্রেণীর বোর্ডের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিষ্ণোইয়ের বসা হয়ে ওঠেনি। বাবা পরীক্ষা দিতে বললেও নির্দেশ অমান্য করেই ক্রিকেট খেলে গিয়েছিলেন। বিষ্ণোইয়ের এখনও বোর্ডের সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি।

এবার নয় তো আর কখনও নয়!

বোর্ডের পরীক্ষা নিয়ে বাবার ফোনে সিদ্ধান্ত বদলাবেন ভেবেছিলেন। কিন্তু সেই সময় দুই কোচ বিষ্ণোইকে অনুপ্রেরণা দেন। বিষ্ণোইকে বোঝানো হয়েছিল, 'এবার নয় তো আর কখনও নয়, নিজের প্যাশনকে ভালোবাসো নইলে বাবার কথায় ফিরে যাও!'

বিষ্ণোইয়ের কোচ এই নিয়ে কী বলেছেন

রবি বিষ্ণোইয়ের যোধপুরের ক্রিকেট কোচ প্রদ্যুত সিং ভারতের তরুণ লেগ স্পিনারের জার্নি নিয়ে বলেছেন, 'সালটা ২০১৮, রাজস্থানের নেট বোলিংয়ের জন্য নিজের সুযোগের অপেক্ষায় রবি বিষ্ণোই। পরে বাবা তাঁকে পরীক্ষায় বসার অনুরোধ করে। কিন্তু ওর ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। বিষ্ণোই রাজস্থানের হয়ে নেট বোলিংয়ে সুযোগ পেতে আর পরীক্ষায় বসেনি। আজও ওর সেই পরীক্ষা দেওয়া বাকি রয়েছে।'

কবে থেকে ক্রিকেট শুরু

ক্লাস থ্রিতে পড়া থেকে বিষ্ণোইয়ের ক্রিকেট শুরু। যোধপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটের চর্চার হাতেখড়ি। শুরুতে অবশ্য বাবা মাঙ্গিলাল বিষ্ণোই ছেলের খেলা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। পরিবর্তে ছেলেকে পড়াশুনোয় মন বসাতে বলেছিলেন। পরবর্তী সময়ে ক্লাস ফাইভে স্কুল টুর্নামেন্টে বিষ্ণোই দুর্দান্ত পারফর্ম্য়ান্স করলে বাবা সিদ্ধান্ত পাল্টায়। এরপর স্থানীয় স্কুলের হেডমাস্টার মাঙ্গিলাল বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে ছেলেকে ক্রিকেট খেলাতে শুরু করেন। পরবর্তী সময়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল থেকে বিষ্ণোই বাদ পড়লে বাবা তাঁকে ক্রিকেট ছাড়তে বলেন। পরে বিষ্ণোইয়ে কোচ প্রদ্যুত সিং মাঙ্গিলালকে বোঝালে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা ভেবে রবির বাবা মত পাল্টান।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বিষ্ণোইয়ের এই রেকর্ড

ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট তুলে নেওয়ার সুবাদে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে বিষ্ণোই সর্বোচ্চ উইকেট শিকারি। এর আগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ১৫টি উইকেট শিকারি ছিলেন শালভ শ্রীবাস্তব(২০০০), অভিষেক শর্মা (২০০২) ,কুলদীপ যাদব(২০১৪) ও অনুকূল রয়(২০১৮)।

তৃতীয় ভারতীয় হিসেবে টুর্নামেন্ট ফাইনালে চার উইকেট

এর আগে পীযূষ চাওলা(২০০৬) ও সন্দীপ শর্মা(২০১২ সালে) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতীয়দের মধ্যে চার উইকেট পেয়েছিলেন। যার পর রবিবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে চার উইকেট নিয়ে নজির গড়লেন বিষ্ণোই।

English summary
Ravi Bishnoi: rejected in trials, ends as U19 World Cup's highest-wicket taker with 17 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X