For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমালোচকদের একহাত বিরাটদের হেড স্যারের, অধিনায়ক ইমরানকে মনে করাচ্ছেন কোহলি মত শাস্ত্রীর

বিরাট কোহলিকে ইমরান খানের সঙ্গে তুলনা করলেন রবি শাস্ত্রী। সমালোচকদের নিলেন একহাত। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রেগে কাঁই রবি শাস্ত্রী। কেউ কিছু বললেই তিনি উত্তর দিচ্ছেন পাল্টা। আসলে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্সের পর তিনিও সপ্তম স্বর্গে। সফর থেকে ফেরার পরে ভারতীয় ক্রিকেট দলের সমালোচকদের তিনি একহাত নিয়েছিলেন। এবার তাঁর নিশানায় বিরাট কোহলির সমালোচকরা। বিরাটের অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কার্যত তিনি জানিয়ে দিলেন কোন সাহসে তাঁরা এই কথা বলেন।

সমালোচকদের একহাত বিরাটদের হেড স্যারের, অধিনায়ক ইমরানকে মনে করাচ্ছেন কোহলি মত শাস্ত্রীর

টেস্ট সিরিজ়ে ভারত ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল। কিন্তু, একদিনের সিরিজ়ে ৫-১ ব্যবধানে প্রোটিয়া বাহিনীকে উড়িয়ে দেয় কোহলি ব্রিগেড। টি-টোয়েন্টিতেও সিরিজ পকেটে পোড়ে ভারতই। এরপরেও নাকি বিরাট সঠিক নেতৃত্ব দিতে পারছেন না। তাঁদের উদ্দেশ্যে সোজাসাপ্টা দিয়েছেন, 'ওদের একটাই উপদেশ দিতে পারি যে ওরা যেন নিজেদের চরকায় তেল দেয়। এই ছোট্ট কথাটা আমি খুব সহজভাবে বলছি। আমাদের কাজটা অন্তত একটু শান্তিতে করতে দিক।'

সমালোচকদের একহাত বিরাটদের হেড স্যারের, অধিনায়ক ইমরানকে মনে করাচ্ছেন কোহলি মত শাস্ত্রীর

এতেই থামেননি বিরাটদের হেডস্যার তিনি আরও বলেছেন, 'আমার মতে বিরাট এখন অসাধারণ খেলছে। যদি মাঠের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে তা সমধানের জন্য আম্পায়ার রয়েছেন। বিরাটের কেরিয়ারে এখনও পর্যন্ত তো ওকে একবারও ম্যাচ রেফারি ডাকেনি। তাহলে সমস্যাটা কোথায়?'

পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানের সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁর মতে ইমরানের অসাধারণ অধিনায়কত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। বিরাটের ভারতও অনেকটা সেই ধাঁচেই পারফর্ম করছে। নেতৃত্বের গুণে ইমরান -র ছায়া দেখতে পাচ্ছেন শাস্ত্রীজি।

English summary
Ravi Shastri compares Viart Kohli with Imran Khan. Take a dig on critics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X