For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও দ্রুততম অশ্বিন টপকালেন কুম্বলেকে, বিস্তারিত জেনে নিন

আবারও দ্রুততম অশ্বিন টপকালেন কুম্বলেকে, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে পর পর উইকেট নিয়ে এক অন্যন্য রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কান স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনের সঙ্গে এক আসনে বসার পাশাপাশি স্বদেশী কিংবদন্তী অনিল কুম্বকে টপকে গেলেন অশ্বিন।

অশ্বিনের ২৫০

অশ্বিনের ২৫০

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সে দলের অধিনায়ক মোমিনুল হককে বোল্ড করেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এরপরেই দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। পরে অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যান মহম্মদুল্লার উইকেটও নেন অশ্বিন।

দ্রুততম অশ্বিন

দ্রুততম অশ্বিন

বিশ্বের দ্রুততম বোলার হিসেবে দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনকে ছুঁলেন রবীচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে দু-জনেই ৪২ ম্যাচ খেলে এই মাইলস্টোনের অধিকারি।

কুম্বলেকে টপকে

কুম্বলেকে টপকে

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে। দেশের মাঠে ৪৩ ম্যাচ খেলে ২৫০ উইকেট নেন জাম্বো। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার রঙ্গনা হেরথ ঘরের মাঠে ৪৪তম টেস্ট ম্যাচে ২৫০ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ভারতের হরভজন সিং যথাক্রমে ৪৯ ও ৫১তম ম্যাচে এই নজির গড়েন।

এলিট ক্লাবে অশ্বিন

এলিট ক্লাবে অশ্বিন

অনিল কুম্বলে ও হরভজন সিং-র পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাঠে ২৫০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন।

English summary
Ravichandran Ashwin is fastest Indian bowler to take 250 test wickets at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X