For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্র জাদেজাকে ভারতের শেষ এক দশকের সেরা ফিল্ডার বললেন ভারতীয় কোচ


 ভারতের এই মুহূর্তের সেরা ফিল্ডার কে? প্রশ্নে এক কথায় রবীন্দ্র জাদেজাকে বেছে নিলেন আর শ্রীধর।

  • |
Google Oneindia Bengali News

ভারতের এই মুহূর্তের সেরা ফিল্ডার কে? প্রশ্নে এক কথায় রবীন্দ্র জাদেজাকে বেছে নিলেন আর শ্রীধর। ভারতের বর্তমান ফিল্ডিং কোচ শ্রীধর আরও বলেছেন, 'শুধু এই সময়েরই নয়, শেষ এক দশকে ভারতের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।'

জাদেজাকে নিয়ে শ্রীধর যা বললেন

জাদেজাকে নিয়ে শ্রীধর যা বললেন

এক সাক্ষাৎকারে শ্রীধর আরও বলেছেন, 'শেষ কয়েক বছরে ভারতের ফিল্ডিংয়ের মান উন্নতি করেছে। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসিও ভারতীয় ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন। বিশ্বকাপের সময়ও আমাদের ফিল্ডিং প্রশংসা কুড়িয়েছিল। ভারতের তরুণ ব্রিগেড এখন দারুণ ফিল্ডিং সাইড। বিরাটের জমানায় সবাই এখন দারুণ ফিট। যেকারণে প্রত্যেকেই এখন দারুণ ফিল্ডার। রাঁচি টেস্টে সদ্য দলে আসা শাহবাজ নাদিমও দারুণ ফিল্ডিং করেছে। '

জাদেজাই সেরা মত ভারতীয় কোচের

জাদেজাই সেরা মত ভারতীয় কোচের

পরমুহূর্তেই শ্রীধর বলেছেন, 'তবে শেষ এক দশক ধরলে জাদেজাই ভারতের সেরা ফিল্ডার। মাঠে জাদেজার একটা থ্রো বা ক্যাচ মুহূর্তে ম্যাচটাই পুরে পাল্টে দিতে পারে। ফিল্ডার হিসেবে প্রতিপক্ষকে সবসময়ই চাপে রাখে জাদেজা।'

বিশ্বকাপে ফিল্ডার জাদেজার পারফর্ম্যান্স

বিশ্বকাপে দুই ম্যাচে ৪১ রান বাঁচিয়েছিলেন ফিল্ডার জাদেজা। ৩০ গজ দূরত্বের মধ্যে ২৪ রান ও আউটফিল্ডে ১৭ রান বাঁচিয়েছিলেন জাড্ডু। তাঁর এই পারফর্ম্যান্স প্রশংসা কুড়িয়েছিল।

ঋদ্ধির সঙ্গে পন্থের তুলনা চান না শ্রীধর

ঋদ্ধির সঙ্গে পন্থের তুলনা চান না শ্রীধর

অন্যদিকে পন্থের সঙ্গে ঋদ্ধিমান সাহার তুলনায় যেতে নারাজ শ্রীধর। দেড় বছরেরও বেশি সময় পর দেশের জার্সিতে ক্রিকেটে প্রত্যাবর্তন করে দস্তানা হাতে কামাল দেখিয়েছেন ঋদ্ধিমান। পুনে টেস্টে ডি ব্রুইনকে দুই ইনিংসে ডান-দিক ও বাঁ-দিকে ঝুঁকে অনবদ্য ক্যাচে সাজঘরে ফেরান।শ্রীধর বলেছেন, 'তবে ঋদ্ধির সঙ্গে পন্থের তুলনায় যাওয়া উচিত না। ঋদ্ধিমান টেস্টে দারুণ। অন্যদিকে পন্থ ভারতের ভবিষ্যত।'

English summary
ravindra jadeja is India's Best Fielder in Last Decade says R Sridhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X