For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝে মেয়ের মুখে হাসি ফোটাতে রোহিত যা করলেন

লকডাউনের মাঝে মেয়ের মুখে হাসি ফোটাতে রোহিত যা করলেন

  • |
Google Oneindia Bengali News

বাইরে করোনা উদ্বেগের লকডাউন। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে পা রাখা মানেই বিপদের আশঙ্কা। তাই লকডাউনের শুরুর দিন থেকেই ঘরবন্দি থাকছেন রোহিত শর্মা। নিজেও যেমন থাকছেন, ঠিক তেমনি দেশবাসীকেও লকডাউনে ঘরে থাকতে অনুরোধ করেছেন। সামাজিক দূরত্ব বজার রাখার সাবধনতা মানতে বাড়ি থেকে বেরাতে মানা, কিন্তু বাড়িতে ঘুরে বেড়াতে তো দোষ নেই! সেজন্যেই মেয়ের মুখে হাসি ফোটাতে সামাইরাকে নিয়ে ঘুরতে বেড়ালেন হিটম্যান

মেয়ের আবদার মেটাতে সব করতে রাজি রোহিত

সোশ্যাল মিডিয়ায় বাড়ির বাগানের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন। এই লকডাউনে মেয়ের সঙ্গে সময় কাটানোর চেয়ে আমার কাছে আর কোনও গুরুত্বপূর্ণ কাজ নেই, জানিয়েছেন হিটম্যান

মেয়ের হাত ধরে হাঁটা সেরা অনুভূতি

ক্রিকেটের কারণে পরিবারকে খুব বেশি সময় দিতে পারেন না। এখন করোনা লকডাউনে ঘরবন্দি রোহিত।যেকারণে স্ত্রী ও মেয়েকে বেশি করে সময় দিচ্ছেন। মেয়ের সঙ্গে বাগানে ঘুরতে বেরানোর ছবি পোস্ট করে লিখেছেন, 'মেয়ের ছোট্ট আঙুলটা চেপে ধরে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়ানোর আমার কাছে সেরা অনুভূতি। এই অনুভূতির আর কোনও বিকল্প হয় না।'

ঘুরতে যাওয়া মিস করছেন জানিয়েছেন হিটম্যান

করোনা হানায় দেশে এখন লকডাউন চলছে, তাই ক্রিকেটের ফাঁকে ছোট বিরতিতে স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া মিস করছেন বলে জানিয়েছেন রোহিত। ইনস্টাগ্রামে স্ত্রী-মেয়ের সঙ্গে ভ্রমণের ছবি পোস্ট করে আক্ষেপ করেছেন হিটম্যান।

রোহিতের পোস্ট

ইনস্টাগ্রামে সম্প্রতি রোহিত সূর্যালোকের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের নিচে হিটম্যান লিখেছেন, বাইরের পৃথিবী-এই রোদ্দুর খুব মিস করছি। আসলে ২৫ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হয়েছে। মার্চ পেরিয়ে এখন এপ্রিলের শেষ সপ্তাহ চলছে। লকডাউনের এক মাসের বেশি সময় সবাই এখন ঘরবন্দি। ভাইরাসের সামাজিক সংক্রমণ থেকে বাঁচতেই সবাইকে এখন এই পথই বেছে নিতে হয়েছে। আর এতেই বাইরের জগৎ, সূর্যোলোক এই সবকিছুকে মিস করছেন বলে জানিয়েছেন ভারতীয় ওপেনার।

English summary
Rohit sharma says No better feeling than holding daughter samaira's finger and walking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X