For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে বাইরে রাখা অন্যায় হবে, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেটার

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে বাইরে রাখা অন্যায় হবে, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনায় থেমে ক্রিকেট। অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ দিয়েও হয়ত আগামী দিনে ক্রিকেটের পথ চলা শুরু হতে পারে। করোনার করাল গ্রাসের কারণে অনেকেই অক্টোবরের বিশ্বকাপের আগে আর কোনও টুর্নামেন্ট আয়োজন করা মুশকিল বলে মনে করছেন। আর আসন্ন এই বিশ্বকাপেই ধোনিকে বাইরে রাখা অন্যায্য হবে বললেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

ধোনির এখনও দেশকে অনেক কিছু দেওয়া বাকি!

ধোনির এখনও দেশকে অনেক কিছু দেওয়া বাকি!

কাইফের মতে ধোনির মধ্যে এখনও ভারতকে দেওয়ার মতো অনেক কিছু বাকি রয়েছে। কাইফ বলেন, 'সবাই কিন্তু ধোনি হয় না। ও ফিট, ফলে ক্রিকেট খেলতে অসুবিধে নেই। আর ধোনির এখনও ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। বিশ্বকাপ দলে ওকে না রাখা হলে অবিচার হবে।'

আইপিএলই ধোনির ভবিষ্যৎ ঠিক করে দিতে পারত

আইপিএলই ধোনির ভবিষ্যৎ ঠিক করে দিতে পারত

প্রসঙ্গত ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর আইপিএলে মাহির পারফর্ম্যান্সই তাঁকে বিশ্বকাপের দলে জায়গা করে দেবে বলে দাবি করেছিলেন। ধোনি ফুরায়নি, এমনও মন্তব্য করেছিলেন শাস্ত্রী। তবে করোনার কারণে আইপিএল এখন স্থগিত। ৩ মে পর্যন্ত দেশে এখন দ্বিতীয় দফার লকডাউন চলবে।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

মে মাসের মাঝে ভারত করোনা সংক্রমণে কোথায় দাঁড়িয়ে তার উপর নির্ভর করে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। সেই কারণে আইপিএলকে এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল না হলে ধোনির জাতীয় দলে ফেরা আরও কঠিন হতে চলেছে।

ধোনির অভিজ্ঞতায় বাজি ধরছেন কাইফ

ধোনির অভিজ্ঞতায় বাজি ধরছেন কাইফ

কাইফ অবশ্য ধোনিক আইপিএল পারফর্ম্যান্সে পরিমাপে বিচার করতে নারাজ। টি-২০ ক্রিকেটে ধোনি এই মুহূর্তে দলের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, আইপিএল থেকে আন্তর্জাতিক টি-২০তেও দলের সঙ্গে অন্যতম সফল ক্রিকেটার,সেই কারণেই ধোনিকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেললে অন্যায় ও বোকামো হবে মনে করছেন কাইফ।

English summary
Ruling Dhoni out from the t20 cricket world cup will be unfair, says Mohammad Kaif,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X