For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড: ফিল্যান্ডারের কাছে এই কারণে ক্ষমা চেয়ে নিলেন বাটলার

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রোটিয়া ক্রিকেটার ভার্নন ফিল্যান্ডারকে গালিগালাজ করে বিতর্কে ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলার।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রোটিয়া ক্রিকেটার ভার্নন ফিল্যান্ডারকে গালিগালাজ করে বিতর্কে ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলার। এবার পুরো ঘটনার জন্য ফিল্যান্ডারের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাটলার।

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড: ফিল্যান্ডারের কাছে এই কারণে ক্ষমা চেয়ে নিলেন বাটলার

ম্যাচের মাঝে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার কারণে ইতিমধ্য়ে বাটলারের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ কিপারের ঝুলিতে ডিমেরিট পয়েন্ট জুড়ে গিয়েছে।

কেপটাউনে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের হাড্ডহাড্ডি লডা়ইয়ের মুহূর্তে শেষ সেশনে ইংল্য়ান্ডের জয়ের জন্য ৫ উইকেট প্রয়োজন ছিল। সেখানে ডুসান, প্রিটোরিয়াস সাজঘরে ফিরে যাওয়ার পর কোনও রকমে উইকেট বাঁচিয়ে ফিল্যান্ডার ম্যাচ বাঁচানোর চেষ্টা করছিলেন। এই পরিস্থতিতে প্রোটিয়া টেলেন্ডার ভার্নন একটি ডেলিভারি ডিফন্স করে ইংল্যান্ড অধিনায়ক রুটের দিকে বল ঠেলে দেন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">🤬 Jos Buttler had some choice words for Vernon Philander during a tense afternoon at <a href="https://twitter.com/NewlandsCricket?ref_src=twsrc%5Etfw">@NewlandsCricket</a>.<a href="https://twitter.com/hashtag/SAvENG?src=hash&ref_src=twsrc%5Etfw">#SAvENG</a> <a href="https://t.co/JqT785MrGb">pic.twitter.com/JqT785MrGb</a></p>— Sport4U (@SportSA4U) <a href="https://twitter.com/SportSA4U/status/1214556189536608257?ref_src=twsrc%5Etfw">January 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এরপর রুট বলটি রিসিভ করে উইকেটকিপার বাটলারের কাছে থ্রো করেছিলেন। ফিল্যান্ডার সেই থ্রোয়ের সামনে এসে পড়তে উইকেটের পিছন থেকে বাটলার তাঁকে গালিগালাজ করেন। স্টাম্প মাইকে ধরা পড়েছে ফিল্যান্ডারকে বাটলার একাধিকবার গালিগালাজ করেন।

সেই নিয়ে বাটলার বলেছেন, 'আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। টেস্ট ম্যাচ দেখার জন্য যারা টিভির পর্দায় ভিড় করেন, গালিগালাজের ঘটনা তাঁদের কাছে ভুল বার্তা দিয়েছে। আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী।'

English summary
SA vs Eng: Jos buttler apologises for foul-mouthed outburst against Philander
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X