For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুভয় তুচ্ছ করে মানুষের সেবায় মায়েরা, মাতৃদিবসে তাঁদের শ্রদ্ধা জানিয়ে কথা বললেন সচিন,দেখুন ভিডিও

মৃত্যুভয় তুচ্ছ করে মানুষের সেবায় মায়েরা, মাতৃদিবসে তাঁদের শ্রদ্ধা জানিয়ে কথা বললেন সচিন,দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

প্রতি বছর এই ১০ মে দিনটি মায়েদের দিন হিসেবে পালন করা হয়। বিশেষ এই দিনে আজ মাকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

টুইটে সচিন লেখেন

'আমাদের প্রত্যেকের জীবনে মায়েদের অবদানের কোনও মাপকাঠি হয় না। মায়েরা তাঁদের সন্তানকে মানুষ করতে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ করে থাকেন। মায়েদের অবদানকে চিরজীবন মনে রাখবেন। মা না থাকলে আমি আজ এই উচ্চতায় পৌঁছাতে পারতাম না। পৃথিবীতে মায়ের চেয়ে বড় কেউ না। মায়েদের শ্রদ্ধা করুন। একদিন নয় প্রতিদিন মায়েদের ভালোবাসুন ও সম্মান করুন।' মাতৃদিবসে টুইটে এদিন আবেগঘন এই বার্তাই দিয়েছেন সচিন।

কোভিড যোদ্ধা মায়েদের সম্মান জানিয়ে মাতৃদিবস পালন সচিনের

কোভিড যোদ্ধা মায়েদের সম্মান জানিয়ে মাতৃদিবস পালন সচিনের

এবছরের মাতৃদিবসটা সচিন কোভিড যোদ্ধা মায়েদের উৎসর্গ করেছেন। দেশে ক্রমেই করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি জটিল হচ্ছে। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি। এর মাঝে হাজার হাজার মায়েরা জরুরী পরিষেবার সঙ্গে জড়িয়ে থাকার কারণে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা যুদ্ধে নাগরিকদের সেবা করে চলেছেন। এবছরর মাতৃদিবসটা তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তি সচিন।

মৃত্যুভয় তুচ্ছ করে মানুষের সেবায় মায়েরা

মৃত্যুভয় তুচ্ছ করে করোনা যুদ্ধে নার্স হিসেবে কেউ মানষের সেবা করে যাচ্ছেন তো কেউ আবার লকডাউনে নাগরিকদের জীবনের সুরক্ষার জন্যে পুলিশ হিসেবে করোনার মৃত্যুভয়কে পরোয়া না করে নজরদারির চালিয়ে যাচ্ছেন। অতিমারির সামনে মাথা না ঝুঁকিয়ে এই সময়ে দিনরাত এক করে কর্তব্য পালন করে যাওয়া করোনা বীরাঙ্গনা মায়েদের সঙ্গে মাতৃদিবস উপলক্ষ্যে আজ আলাপচারিতা করেন সচিন তেন্ডুলকর।

আড্ডায় মাকে মাঠে ক্রিকেট দেখানো নিয়ে কী বললেন সচিন

আড্ডায় মাকে মাঠে ক্রিকেট দেখানো নিয়ে কী বললেন সচিন

ক্রিকেটঈশ্বর সচিন, দেশ বিদেশে বহু ম্যারাথন ইনিংসে খেলে দেশের হয়ে জয় এনে দিলেও মা রজনী তেন্ডুলকর সচিনের খেলা মাঠে বসে একবার মাত্রে দেখেছেন। ২০১৩ সালে সচিনের শেষ টেস্টের সচিন মাকে মাঠে বসিয়ে ম্যাচ দেখান। বীরাঙ্গনা মায়েদের সঙ্গে মাতৃদিবস উপলক্ষ্যে আড্ডায় সচিন বলেন, 'মায়ের সামনে দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা খুবই কম।'

মাকে খেলা দেখাবেন বলে মুম্বইয়ে শেষ টেস্ট খেলেছিলেন সচিন

মাকে খেলা দেখাবেন বলে মুম্বইয়ে শেষ টেস্ট খেলেছিলেন সচিন

ক্রিকেটকে বিদায় জানানোর আগে সচিন মুম্বইতে কেরিয়ারের ২০০ তম টেস্ট ম্যাচটি খেলেন। ক্রিকেটঈশ্বর জানিয়েছেন মাকে মাঠের গ্যালারিতে বসিয়ে খেলা দেখাতে চেয়েছিলাম। সেকারণেই বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে অনুরোধ করি। মায়ের চোখের সামনে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলতে চেয়েছিলাম।আমি ২৪ বছর ক্রিকেট খেললেও মা আমার খেলা দেখেননি। শুধুমাত্র ২০০তম টেস্টটি মা মুম্বইতে দেখেছিলেন।'

সচিন থেকে বিরাট, মায়েদের জন্য বিশেষ বার্তা আবেগতাড়িত ক্রীড়া ব্যক্তিত্বদেরসচিন থেকে বিরাট, মায়েদের জন্য বিশেষ বার্তা আবেগতাড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের

English summary
Sachin Tendulkar honours mothers in forefront of COVID battle on mother's day 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X