For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে ফের মানবিক সচিন তেন্ডুলকর, লিটল মাস্টারকে কুর্ণিশ

করোনা যুদ্ধে ফের মানবিক সচিন তেন্ডুলকর, লিটল মাস্টারকে কুর্ণিশ

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে ফের মানবিক সচিন তেন্ডুলকর।করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে আর্থিক সাহায্য করেছিলেন। করোনা সংকটে আরও একবার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন সচিন।

করোনা সংক্রমণে ভারতের পরিস্থিতি

করোনা সংক্রমণে ভারতের পরিস্থিতি

করোনায় কাঁপছে বিশ্ব। ইউরোপের কিছু জায়গা লকডাউন শিথিল হলেও বিশ্বে এখনও করোনা নির্মূল হয়নি। ভারতে এখন ভাইরাসের সংক্রমণের স্টেজ থ্রি-র পরিস্থিতি চলছে। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।

লকডাউনের মেয়াদ বাড়লে রুটি-রুজিতে আরও বেশি টান

লকডাউনের মেয়াদ বাড়লে রুটি-রুজিতে আরও বেশি টান

সংকটময় পরিস্থিতিতে দেশে যে হারে কোভিড ১৯ পসিটিভের সংখ্যা বাড়ছে তাতে এই লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। যেকারণে দুস্থ মানুষদের এই লকডাউনে রুটি-রুজিতে আরও টান পড়তে পারে। এই দুর্দিনে মানবিক সচিন তেন্ডুলকর। গরীব মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার।

চার হাজার গরীবকে সাহায্য সচিনের

চার হাজার গরীবকে সাহায্য সচিনের

করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার চার হাজার গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন সচিন। এর আগেও করোনা সংকটে মুম্বইয়ের মানুষের সচিন সাহায্য করেন।

সাহায্যে তালিকায় শিশুরাও রয়েছে

সাহায্যে তালিকায় শিশুরাও রয়েছে

মুম্বই পুরনিগমেরের অন্তর্গত স্কুলের শিশুরাও এই সাহায্যের তালিকার মধ্যে থাকছেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সচিন।সেই সংস্থা সোশ্যাল মিডিয়ায় সচিনকে ধন্যবাদ জানিয়েছে।

পাঁচ হাজার মানুষকে রেশন দান

পাঁচ হাজার মানুষকে রেশন দান

আপনালয় নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এর আগে সচিন এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন।

 সচিনকে ধন্যবাদ জানিয়ে সংস্থা যা লিখেছে

সচিনকে ধন্যবাদ জানিয়ে সংস্থা যা লিখেছে

মাস্টার ব্লাস্টারকে টুইট করে ধন্যবাদ জানিয়ে সংস্থাটি লেখে, 'দেশের দুসময়ে আরও একবার এগিয়ে আসার জন্য ধন্যবাদ সচিন স্যারকে ধন্যবাদ। করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে আপনার অনুদান এবার চার হাজার দুস্থদের সাহায্যে কাজে লাগবে। এই তালিকায় বিএমসির স্কুলগুলির পড়ুয়াও থাকছে।'

English summary
Sachin Tendulkar provides financial support to 4,000 under privileged people in Corona Crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X