For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী এমন ঘটেছিল যেকারণে সচিনকে আর কোনওদিন স্লেজিং করার চিন্তা করেননি এই পাকিস্তানি ক্রিকেটার

কী এমন ঘটেছিল যেকারণে সচিনকে আরও কোনাদিন স্লেজিং করার চিন্তা করেননি সাকলিন?

  • |
Google Oneindia Bengali News

নব্বইয়ের দশকে মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে মাঠের বাইরেও প্রতি মুহূর্তে চাপা উত্তেজনা। বাইশ গজের ক্রিকেটের লড়াই যেন দুই দেশের যুদ্ধের প্রতীক ওঠে উঠত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব ও জনপ্রিয়তা অন্য উচ্চতায় পৌঁছেছিল। বাইশ গজে দুই দেশের ক্রিকেটারদের স্লেজিং নিয়ে অনেক গল্প রয়েছে। এবার সচিনকে স্লেজিং করা নিয়ে এক গল্প শোনালেন শাকলিন মুস্তাক।

কী এমন ঘটেছিল যেকারণে সচিনকে আরও কোনাদিন স্লেজিং করার চিন্তা করেননি এই পাকিস্তানি ক্রিকেটার

স্লেজিং করায় সচিন সাকলিনকে কীভাবে লজ্জায় ফেলে দেন, পাকিস্তানের প্রাক্তন স্পিনার সেটাই জানিয়েছেন।। সেই নিয়েই এতবছর পর কথা বলতে গিয়ে সাকলিন বলেছেন, 'সচিনকে একবারই স্লেজিং করে যা লজ্জায় পড়েছিলাম, এরপর আর কোনওদিন স্লেজিং করার চিন্তা করিনি।'

শুক্রবার সচিনের ৪৭তম জন্মদিন গিয়েছে। ঐ দিন সাকলিন এক সাক্ষাৎকারে বলেন, ' সচিনকে আমি কেরিয়ারে একবারই স্লেজ করি। যতদূর মনে পড়ে, সেটা ছিল ১৯৯৭ সালের ঘটনা। তখন আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন এসেছি। সচিনকে স্লেজ করার পর লিটল মাস্টার খুব শান্তভাবে আমার কাছে এসেছিলেন। এরপর যা বলেন আমি লজ্জায় পড়ে যায়।'

এখানেই না থেমে সাকলিন আরও জুড়েছেন, 'সচিন বলেন, আমি কখনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তুমি কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছ? বুঝে উঠতে পারলাম না'।

মাস্টার ব্লাষ্টার্সের এই কথাগুলো শুনে আমি খুবই লজ্জায় পড়ে গিয়েছিলাম। নিজের ভুলটা বুঝতে পারি। আমি সে দিন সচিনকে কী বলেছিলাম, তা এখন বলতে চাই না। পরে ম্যাচের পরে সচিনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।

সেবারের পর আর কখনও সচিনকে স্লেজ করার কথা ভাবেননি। বড় ক্রিকেটারের থেকেও সচিনের বড় মনের মানুষ।ওর মতো বিনয়ী ও প্রতিপক্ষের বোলারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ক্রিকেটার আর দেখিনি।'

English summary
Saqlain Mushtaq shares why he Sledged Sachin Tendulkar Only one time, Never Sledge Him Again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X