For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন কিংবদন্তি এই সাত ব্যাটসম্যানের রেকর্ড ভাঙা থেকে কত রান দূরে বিরাট

'চেজমাস্টার' থেকে 'রানমেশিন'! ক্রিকেট কেরিয়ারে ব্যাট হাতে সাফল্যের কারণে এই সব বিশেষণে ডাকা হয় বিরাট কোহলিকে। আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

'চেজমাস্টার' থেকে 'রানমেশিন'! ক্রিকেট কেরিয়ারে ব্যাট হাতে সাফল্যের কারণে এই সব বিশেষণে ডাকা হয় বিরাট কোহলিকে। আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন। সামনে রয়ছে সচিন তেন্ডুরকরের রেকর্ড। ওডিআইতে আর মাত্র ৬টি সেঞ্চুরি হাঁকালেই সচিনের ৪৯তম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। এতো গেল সচিনের কীর্তি। একনজরে এবার দেখে নেওয়া যাক, আন্তর্জাতিক রানের বিচারে কোনও সাত ব্যাটসম্যানকে টপকে যাওয়ার সুযোগের সামনে রয়েছেন বিরাট।

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২২, ৩৫৮ রান করেছেন ব্রায়ান চার্লস লারা। টেস্ট ও ওডিআই মিলিয়ে লারার ৫৩টি সেঞ্চুরি ও ১১১টি অর্ধশতরান রয়েছে। ১৩১টি টেস্টে সংগ্রহ ১১, ৯৫৩ রান আর ২৯৯টি ওডিআই খেলে লারার ঝুলিতে রয়েছে ১০৪০৫ রান। সেখানেই টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বিরাটের সংগ্রহ ২১০৩৬ রান। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে লারার থেকে ১৩২২ রান পিছিয়ে রয়েছেন বিরাট।

দ্যি 'ওয়াল' রাহুল দ্রাবিড়

দ্যি 'ওয়াল' রাহুল দ্রাবিড়

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২৪, ২০৮ রান হাঁকিয়েছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে দ্রাবিড়ের ঝুলিতে ৪৮টি শতরান ও ১৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। দ্রাবিড়ের থেকে ৩১৭২ রান দূরে রয়েছেন বিরাট কোহলি।

জ্যাক কালিস

জ্যাক কালিস

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫, ৫৩৪ রান করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান জ্যাক কালিস।দেশের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে ৬২টি শতরান ও ১৪৯টি অর্ধশতরান করেছেন জ্যাক। সেই সঙ্গে কেরিয়ারে ৫৭৭টি উইকেট পেয়েছেন কালিস। জ্যাক কালিসের থেকে ৪৪৯৮ রানে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি।

মাহেলা জয়বর্ধনে

মাহেলা জয়বর্ধনে

দেশের জার্সিতে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ২৫, ৯৫৭ রান হাঁকিয়েছেন। কেরিয়ারে ৫৪টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৩৬টি অর্ধশতরান। মাহেলা জয়বর্ধনের থেকে ৪৯২১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি

রিকি পন্টিং

রিকি পন্টিং

অজিদের প্রাক্তন অধিনায়ক দেশের জার্সিতে ২৭, ৪৮৩ রান হাঁকিয়েছেন।৭১টি সেঞ্চুরির পাশাপাশি ১৪৬টি অর্ধশতরান রয়েছে। পন্টিংয়ের থেকে ৬৪৪৭ রানে পিছিয়ে রয়েছেন ভিকে।

কুমার সঙ্গাকারা

কুমার সঙ্গাকারা

দেশের জার্সিতে তিন ফর্ম্যাটে ২৮০১৬ রান হাঁকিয়েছেন শ্রীলঙ্কান প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা।৬৩টি শতরানের পাশাপাশি ১৫৩টি অর্ধশতরান রয়েছে সঙ্গার। সেখানে কুমার সঙ্গাকারার থেকে ৬৯৮০ রান দূরে রয়েছেন ভিকে।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান হাঁকানোর কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের। তিন ফর্ম্যাট মিলিয়ে ৩৪,৩৫৭ রান হাঁকিয়েছেন সচিন। সবমিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ১০০টি, আর অর্ধশতরানের সংখ্যা ১৬৪টি। সচিনের এই রানের কীর্তির থেকে ১৩৩২১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি।

English summary
seven legend batsmens who have more international runs than virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X