For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বিরোধিতার মধ্যেই শাহিদ আফ্রিদির গলায় বিরাট কোহলির প্রশংসা, কিন্তু কেন?

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের অংশ হয়েছেন প্রতিবেশী দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি।

  • |
Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের অংশ হয়েছেন প্রতিবেশী দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পৌছে গেছেন তিনি। তবে রাজনৈতিক বিরোধ যে বাইশ গজে প্রভাবহীন, তারও নজির রাখতে ভোলেননি শাহিদ আফ্রিদি। ভারত অধিনায়ক বিরাট কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বুমবুম।

ভারত বিরোধিতার মধ্যেই শাহিদ আফ্রিদির গলায় বিরাট কোহলির প্রশংসা, কিন্তু কেন?

দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন থাকুক, ক্রিকেট যে তার অন্তরায়, তা আগেও একাধিকবার প্রমাণ হয়েছে। বাইশ গজে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সূক্ষ্ম বন্ধুত্ব যে চিরকালই বিদ্যমান, অসংখ্য ঘটনাই তার উদাহরণ। তেমনই খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সখ্যতা বহুল চর্চিত। ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দেওয়ার ছবি ক্রিকেট ফ্যানদের মুগ্ধ করে। সেই সময় বিরাট কোহলির সঙ্গে শাহিদ আফ্রিদির উপহার চালাচালি হয় বলেও শোনা যায়।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Congratulations <a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a> You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. <a href="https://t.co/OoDmlEECcu">https://t.co/OoDmlEECcu</a></p>— Shahid Afridi (@SAfridiOfficial) <a href="https://twitter.com/SAfridiOfficial/status/1174390077834891264?ref_src=twsrc%5Etfw">September 18, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সেই শাহিদ আফ্রিদিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ৭২ রানের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন। ভারত অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। বিরাটকে মহান ক্রিকেটার বলে সম্বোধন করেছেন শাহিদ। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ৫০-র ওপর ব্যাটিং গড়ের মালিক ভারত অধিনায়কের এই ফর্ম আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বুমবুম।

English summary
Shahid Afridi praises Virat Kohli, what is the reaction of former Pakistan captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X