For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ দ্বিপাক্ষিক ক্রিকেট, মোদীকে নিশানা করে পাকিস্তানের পিঠ বাঁচানোর চেষ্টায় আফ্রিদি!

বন্ধ দ্বিপাক্ষিক ক্রিকেট, মোদীকে নিশানা করে পাকিস্তানের পিঠ বাঁচানোর চেষ্টায় আফ্রিদি!

  • |
Google Oneindia Bengali News

দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ না হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে আরও একবাক পাকিস্তানের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চালালেন লেজেন্ড শাহিদ আফ্রিদি। বললেন, মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা সম্ভব নয়।

ভারত-পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ

ভারত-পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ

২০১২ সালে ভারতে ক্রিকেট খেলতে এসেছিল পাকিস্তান। দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল। ওয়ান ডে সিরিজ জিতেছিল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ টাই হয়েছিল। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি।

শেষবার পাকিস্তানে ভারত

শেষবার পাকিস্তানে ভারত

১৪ বছর আগে অর্থাৎ ২০০৬ সালে শেষবার পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল ভারত। দুই দেশের মধ্যে তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ওয়ান ডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন ভারত।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

ক্রিকেট বিশ্বের দুই চির-প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ৯টি ম্যাচ জিতেছে ভারত। ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান। ওয়ান ডে-তে ১৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৫৫ বার জিতেছে ভারত। ৭৩ বার জিতেছে পাকিস্তান। শুধু টি-টোয়েন্টিতেই শাহিদ আফ্রিদির দেশের থেকে এগিয়ে রয়েছে সচিন তেন্ডুলকরের জন্মভূমি। মোট আটটি টি-টোয়েন্টি-র ৬টি জিতেছে টিম ইন্ডিয়া। ১টি জিতেছে পাকিস্তান। তার মধ্যে অন্তর্ভূক্ত ৫০ ওভার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার রেকর্ড।

দুই দেশের মানুষ সম্পর্ক

দুই দেশের মানুষ সম্পর্ক

লেজেন্ড শাহিদ আফ্রিদির কথায়, ভারত ও পাকিস্তানের মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে যেতে চান। দুই দেশের ক্রিকেট যুদ্ধে সামিল হতে চান। রাজনৈতিক কারণ তা সম্ভব না হওয়ায় দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। ভারত ও পাকিস্তানের সম্পর্ক অটুঁট করার ক্ষেত্রে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে এখনও বিশ্বাস করেন শাহিদ।

'মোদীর জন্য সম্ভব নয়'

'মোদীর জন্য সম্ভব নয়'

ভারতের মানুষ পাকিস্তানের সঙ্গে ফের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু হওয়ার পক্ষে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন শাহিদ আফ্রিদির। তাঁর কথায়, পাকিস্তানের সঙ্গে নাকি সুসম্পর্ক তৈরি করতেই চান না মোদী। ভারতের প্রধানমন্ত্রী কেন এমন করছেন, তা বুঝেই উঠতে পারছেন পাকিস্তানি লেজেন্ড। মোদীর অনড় মানসিকতার জন্য ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেঁকছে বলেও দাবি আফ্রিদির।

আইপিএল-কে শ্রেয়

আইপিএল-কে শ্রেয়

বর্তমানে ভারতীয় ক্রিকেটের এই রমরমার জন্য আইপিএল-কে শ্রেয় দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর কথায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছে। একই ভাবে পাকিস্তান সুপার লিগ থেকেও তরুণ ও দক্ষ ক্রিকেটাররা উঠে আসবেন বলে বিশ্বাস করেন শাহিদ আফ্রিদি।

English summary
Shahid Afridi speaks about the chances of India-Pakistan cricket, attacks Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X