For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে ১ বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর সম্ভাবনাই নেই! শোয়েবের ভবিষ্যদ্বাণী

করোনার কারণে ১ বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর সম্ভাবনাই নেই! শোয়েবের ভবিষ্যদ্বাণী

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন। ফলে স্তব্ধ খেলার দুনিয়া। ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, খেলার দুনিয়ায় সব প্রতিযোগিতা এখন বন্ধ রয়েছে।

করোনার কারণে যে সব প্রতিযোগিতা স্থগিত

করোনার কারণে যে সব প্রতিযোগিতা স্থগিত

অলম্পিক, ইউরো থেকে কোপা প্রতিযোগিতা পিছিয়ে ২০২১ সালে করা হবে। এই পরিস্থিতিতে ২০২০ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার করোনার ফলে আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনও সম্ভাবনা নেই বলে ভবিষ্যদ্বাণী করলেন শোয়েব আখতার।

করোনা থেকে কবে মুক্তি জানা নেই

করোনা থেকে কবে মুক্তি জানা নেই

করোনা করাল গ্রাসে বিশ্ব। প্রতিদিনেই বিশ্বের বিভিন্ন প্রান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের কাছে করোনা থেকে মুক্তির উপায় বা সময় জানা নেই।আর এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সোজা নয় বলে মনে করছেন আখাতার। আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনও সম্ভাবনাই নেই। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার এমনটাই মনে করেন।

বিশ্বকাপ কবে

বিশ্বকাপ কবে

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে ২০২০ সালে বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও দেখছেন না শোয়েব আখতার।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্ভাবনাও কম

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্ভাবনাও কম

শুধু বিশ্বকাপ নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজ হবে বলে মনে করছেন আখতার। বিশ্বকাপের পর পরই নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজ খেলার কথা রয়েছে।

করোনা লড়াইয়ে এক হোক ভারত-পাকিস্তান

করোনা লড়াইয়ে এক হোক ভারত-পাকিস্তান

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-পাকিস্তানকে এক হওয়ার বার্তা দিয়েছেন শোয়েব আখতার। এই প্রতিক্রিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ আয়োজন করে করোনা মোকাবিলার জন্যে টাকা আয়োজনের প্রস্তাব দেন আখতার। সেই প্রস্তাব দেওয়ার পর ভারতের পক্ষ থেকে কপিল দেব করোনা আবহে ক্রিকেট ম্যাচ গুরুত্বহীন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে করোনা লড়াইয়ের জন্য ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলার প্রয়োজন নেই বলে কপিল মন্তব্য করেন।

English summary
Shoaib Akhtar said there may not be any cricket for next one year for Corona Pandmic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X