For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুশির হাওয়া মহিলা ক্রিকেটে - আইসিসির বর্ষসেরা স্মৃতি! সম্মানিত 'ক্য়াপ্টেন' হরনপ্রিত এবং পুনমও

২০১৮ সালের আইসিসি-র সেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। আর হরমনপ্রিত কৌরকে বাছা হল আইসিসির মহিলা টি২০ দলের অধিনায়িকা হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

বছরের শেষ ভাগে ভারতীয় মহিলা ক্রিকেটে মাঠের বিতরের থেকে মাঠের বাইরের বিষয়ই চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। রমেশ পাওয়ার-মিতালি রাজ বিতর্ক থেকে নতুন কোচ বাছাই একের পর এক অবাঞ্ছিত কারণে মহিলা ক্রিকেট এসেছে লাইমলাইটে। মাঠের ভিতরেও টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও হারতে হয়েছে ইংল্য়ান্ডের কাছে।

তবে বছরের শেষ দিনটা ভারতীয় মহিলা দলের জন্য গর্বের হয়ে রইল। সোমবার (৩১ ডিসেম্বর) আইসিসি মহিলা ক্রিকেটে বছরের সেরাদের নাম ঘোষণা করল। আর সেখানে জয়জয়কার ভারতীয় মহিলা ক্রিকেটারদের। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে বছরের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা। এছাড়া টি২০আই অধিনায়িকা হরমনপ্রিত ও বোলার পুনম যাদবও পেয়েছেন সম্মান।

রাচেল ফ্লিন্ট পুরস্কার

রাচেল ফ্লিন্ট পুরস্কার

বছরের সেরা মহিলা ক্রিকেটার হিসেবে রাচেল ফ্লিন্ট পুরস্কার পাচ্ছেন স্মৃতি মান্ধানা। একই সঙ্গে তিনি একদিনের ক্রিকেটেরও সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এছাড়া আইসিসির বছরেরে সেরা ওডিআই ও টি২০আই দুই একাদশেই তিনি জায়গা করে নিয়েছেন। ১ জানুয়ারি - ৩১ ডিসেম্বর (২০১৮) সময়কালে ১২ টি একদিনের ম্য়াচে স্মৃতি ৬৬.৯০ গড় নিয়ে ৬৬৯ রান করেছেন। আর ২৫টি টি২০আই খেলে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে করেছেন ৬২২ রান। ২২ বছরের এই মহিলা ক্রিকেটার মহিলা টি২০ বিশ্বকাপেও ফর্মে ছিলেন। ৫ ম্য়াচে ১২৫.৩৫ স্ট্রাইকরেটে ১৭৮ রান করেছন। আইসিসি ক্রমতালিকায় ওডিআই ও টি২০আই-তে তাঁর স্থান যথাক্রমে চতুর্থ ও দশম।

স্মৃতির রেকর্ড ও প্রতিক্রিয়া

স্মৃতির রেকর্ড ও প্রতিক্রিয়া

১ জানুয়ারি - ৩১ ডিসেম্বর (২০১৮) সময়কালে ১২ টি একদিনের ম্য়াচে স্মৃতি ৬৬.৯০ গড় নিয়ে ৬৬৯ রান করেছেন। আর ২৫টি টি২০আই খেলে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে করেছেন ৬২২ রান। ২২ বছরের এই মহিলা ক্রিকেটার মহিলা টি২০ বিশ্বকাপেও ফর্মে ছিলেন। ৫ ম্য়াচে ১২৫.৩৫ স্ট্রাইকরেটে ১৭৮ রান করেছন। আইসিসি ক্রমতালিকায় ওডিআই ও টি২০আই-তে তাঁর স্থান যথাক্রমে চতুর্থ ও দশম। পুরস্কার প্রাপ্তির খবরে স্মৃতি জানিয়েছেন এটা অবশ্যই একটা বিশেষ মুহূর্ত। ভারতীয় মহিলা দলের ওপেনারের মতে তিনি রান করে দলকে জেতাতে চান। এই ধরণের পুরস্কারে সেই চেষ্টা মর্যাদা পায়। তাঁকে আরও ভালও খেলতে অনুপ্রাণিত করে। দলের জন্য আরও ভাল কিছু করতে উদ্বুদ্ধ করে।

হরমনপ্রিত ও পুনম

হরমনপ্রিত ও পুনম

স্মৃতির পাশাপাশি আইসিসির বাছাই করা ক্রিকেটারদের মধ্যে ভারত থেকে জায়গা করে নিয়েছেন হরমনপ্রিত ও পুনম যাদবও। ভারতের টি২০ দলের অধিনায়িকাকে ২০১৮ সালের আইসিসি টি২০ দলের অধিনায়িকাও নির্বাচিত করা হয়েছে। ভারতীয় টি২০ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। ওই টুর্নামেন্টে তিনি ১টি শতরান-সহ ১৬০.৫ স্ট্রাইকেট নিয়ে ৫ ম্যাচে ১৮৩ রান করেছিলেন। এই বছর ২৫টি টি২০আই খেলে ১২৬.২ স্ট্রাইক রেটে তিনি ৬৬৩ রান করেছেন। এছাড়া স্মৃতির মতোই আইসিসির ওডিআই ও টি২০আই দুই দলেই জায়গা করে নিয়েছেন পুনম যাদব।

সম্পূর্ণ পুরস্কার তালিকা

সম্পূর্ণ পুরস্কার তালিকা

আইসিসির বিচারে বছরের সেরা মহিলা টি২০আই খেলোয়াড় অস্ট্রেলিয় উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়াকে টি২০ বিশ্বকাপ জেতাতে তাঁর বড় ভূমিকা ছিল। ইংল্যান্ডের সোফিয়া ইকেলস্টোন-কে বাছা হয়েছে বছরের সেরা উঠতি মহিলা ক্রিকেটার হিসেবে। আর নিউজিল্যান্ডের একদিনের দলের অধিনায়িকা সুজি বেটস-কে দেওয়া হয়েছে আইসিসি ওয়ানডে একাদশের অধিনায়িকার সম্মান।

রাচেল হেহো ফ্লিন্ট পুরস্কার (বর্ষসেরা মহিলা ক্রিকেটার) - স্মৃতি মান্ধানা (ভারত)

বর্ষসেরামহিলা ওডিআই খেলোয়াড় - স্মৃতি মান্ধানা (ভারত)

বর্ষসেরা মহিলা টি ২০আই খেলোয়াড় - অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা উঠতি মহিলা খেলোয়াড় - সোফিয়া ইকেলস্টোন (ইংল্যান্ড)

আইসিসি একাদশ (মহিলা)

আইসিসি একাদশ (মহিলা)

বর্ষসেরা মহিলা টি২০আই দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী)

স্মৃতি মান্ধানা (ভারত), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), সুজি বেটস (নিউজিল্যান্ড), হরমনপ্রিত কৌর (ভারত) (অধিনায়িকা), নাটালি শিভার (ইংল্যান্ড), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়া), লেই ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)

বর্ষসেরা মহিলা ওডিআই দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী)

স্মৃতি মান্ধানা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), সুজি বেটস (নিউজিল্যান্ড) (অধিনায়িকা), ডানে ভ্যান নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা), সোফিয়া ডিভাইন (নিউজিল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), মারিজানে কাপ (দক্ষিণ আফ্রিকা), দিয়েন্দ্রা দত্তিন (ওয়েস্টইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফিয়া ইকেলস্টোন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)

English summary

 Smriti Mandhana was named the ICC Women’s Cricketer of the Year 2018 while Harmanpreet Kaur named as the captain of the ICC women's T20 team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X