For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ বনাম কোহলি! দুই অধিনায়কের দল মুখোমুখি হলে কে জিতবে?

সৌরভ বনাম কোহলি! দুই অধিনায়কের দল মুখোমুখি হলে কে জিতবে?

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির দারুণ মিল। সৌরভের মতোই বিরাট কোহলিও আগ্রাসী অধিনায়ক বলে মনে করা হয়। ক্রিকেটেমহলের অনেকেই অধিনায়ক বিরাটের মধ্যে সৌরভের নেতৃত্বের ছাপ রয়েছে বলেও মনে করেন। এবার ভারতের দুই প্রজন্মের দুই অধিনায়কের দল মুখোমুখি হলে, কে জিতবে সেই নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

অধিনায়ক হিসেবে সৌরভকে টপকে গিয়েছেন বিরাট

অধিনায়ক হিসেবে সৌরভকে টপকে গিয়েছেন বিরাট

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ইতিমধ্যে পূর্বসূরি সৌরভ ও ধোনির রেকর্ড টপকে গিয়েছেন বিরাট। ভারত অধিনায়ক হিসেবে ৩৩টি টেস্ট ম্যাচ জিতে তিনি মহেন্দ্র সিংহ ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গিয়েছেন। দেশের হয়ে ধোনি ২৭টি ও সৌরভ ২১ টেস্ট জিতেছিলেন।

সৌরভ বনাম কোহলির দল মুখোমুখি হলে কে জিতত?

সৌরভ বনাম কোহলির দল মুখোমুখি হলে কে জিতত?

সৌরভ বনাম কোহলির ভারতীয় দলের মধ্য খেলা হলে কোন দল জিতত? সেই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মত, সৌরভের দলই শেষ পর্যন্ত বাজিমাত করত।

কেন অধিনায়ক সৌরভকে এগিয়ে রাখলেন আকাশ

কেন অধিনায়ক সৌরভকে এগিয়ে রাখলেন আকাশ

এক স্পোর্টস ওয়েবসাইটকে আকাশ চোপড়া বলেছেন, ' সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রথম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে গিয়ে চোখে চোখ রেখে দলকে ম্যাচ জেতাতে শিখিয়েছিলেন। সৌরভের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত টেস্ট সিরিজ ড্র করেছিল। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সিরিজ জিতেছে, অন্যতায় ড্র করেছিল। ইংল্যান্ডেও সিরিজ ড্র করেছে।'

অজিভূমে সৌরভ বনাম কোহলির অধিনায়কত্ব

অজিভূমে সৌরভ বনাম কোহলির অধিনায়কত্ব

প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ২০০৩-০৪ সফরে অস্ট্রেলিয়ার মাটিতে ৪ টেস্টের সিরিজ ভারত ১-১ ড্র করেছিল। অন্যদিকে ২০১৮-১৯ ক্রিকেট মরসুমে বিরাট কোহলির ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায়।

বিরাট প্রসঙ্গে যা বললেন আকাশ চোপড়া

বিরাট প্রসঙ্গে যা বললেন আকাশ চোপড়া

এই নিয়ে আকাশ চোপড়া বলেছেন, ' বিরাট কোহলির দল অস্ট্রেলিয়াকে ওদের মাঠেই হারিয়ে ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখেছে। কিন্তু বিরাটের দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে সিরিজ হেরেছে।'

সৌরভের দল

সৌরভের দল

বীরেন্দ্র সেহগওয়াগ, আকাশ চোপড়া, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, পার্থিব পটেল, হরভজন সিংহ, অনিল কুম্বলে, জাহির খান ও অজিত আগরকর।

কোহালির দল

কোহালির দল

রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা।

২০১১ বিশ্বকাপ ফাইনাল বিতর্কে শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনারকে জেরা, তালিকায় কিংবদন্তিও২০১১ বিশ্বকাপ ফাইনাল বিতর্কে শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনারকে জেরা, তালিকায় কিংবদন্তিও

English summary
Sourav Ganguly's team would have defeated Virat Kohli's team in Test , says Aakash Chopra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X