For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কীভাবে রুখবেন, মুখে মাস্ক পরে টিম মাস্ক ফোর্সের সদস্য হিসেবে কী বললেন সৌরভ-সচিনরা

করোনা কীভাবে রুখবেন, মুখে মাস্ক পরে টিম মাস্ক ফোর্সের সদস্য হিসেবে কী বললেন সৌরভ-সচিনরা

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারীতে দেশে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। ভাইরাসের মোকাবিলায় প্রশাসনের থেকে যাবতীয় সবরকম চেষ্টা করলেও করোনা রোখা যাচ্ছে না। সচেতনতার অভাবে এখনও অনেকেই প্রাণঘাতী করোনার ভয়বহতা নিয়ে উদাসীন। তাঁদের জন্যেই এবার মাস্ক পরে বার্তা দিলেন সচিন-বিরাট-সৌরভ-দ্রাবিড়রা।

টিম মাস্ক ফোর্স

টিম মাস্ক ফোর্স

ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে আরও সচেতনতা বাড়াতে এবার ভারতীয় দলকে করোনা যুদ্ধে সামিল করা হল। ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে মোট ১০ জনের একটি 'টিম মাস্ক ফোর্স ' তৈরি করা হয়েছে। এই মাস্ক ফোর্সে ভারতীয় পুরুষ ক্রিকেটাদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও রয়েছেন।

ভিডিও বার্তায় সৌরভ-সচিন-বিরাট-রোহিত

ভিডিও বার্তায় সৌরভ-সচিন-বিরাট-রোহিত

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে ভারতীয় ক্রিকেট তারকারা, দেশবাসীকে কঠিন সময় ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে বলছেন । করোনার বৃদ্ধির ফলে দেশের অনেক জায়গাতেই এখন মাস্কের আকাল, অনেকে ক্ষেত্রে করোনা রোগী দেখছেন যারা, সেই ডাক্তার-নার্সরা উপযুক্ত ডাক্তারি মাস্ক পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ঘরেতেই মাস্ক তৈরির বার্তা দিলেন বিরাট-রোহিত-সচিন-সৌরভরা।

ক্রিকেটারা যা বললেন

১৩০ কোটি ভারতীয়কে মাস্ক ফোর্সের অংশ হতে বলেছেন সেলেব ক্রিকেটাররা। ভিডিওতে বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগ, স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, মিতালি রাজ, রাহুল দ্রাবিড় ও ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর রয়েছেন। ক্রিকেটাররা বলেন, ‘ভারতীয় দলের অংশ হওয়া একটা গর্বের ব্যাপার। কিন্তু আজ দেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ করোনা। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে সামাজিক দূরত্ব রেখে মানসিকভাবে সংঘবদ্ধ থাকতে হবে। দেশবাসীকে বড় একটা টিম হয়ে লড়াই করতে হবে। যে টিমের নাম 'মাস্ক ফোর্স'।

সৌরভ-সচিনের বার্তা

সৌরভ-সচিনের বার্তা

ভিডিওতে সৌরভ-সচিনরা বলেন মাস্ক ফোর্সের শরিক হওয়া খুবই সহজ ব্যাপার। ঘরে বসে প্রত্যেককে নিজের জন্য পছন্দমতো মাস্ক বানাতে হবে। পরিষ্কার সুতির কাপড় দিয়ে সহজেই এই মাস্ক বানানো যাবে। ‘আরোগ্য সেতু' নামে অ্যাপে এর উল্লেখ হয়েছে। সেই অ্যাপেই মাস্ক বানানোর পদ্ধতি দেখে সকলে শিখে নিতে পারবেন। এরপর ঘর থেকে বের হলেই এই মাস্ক সর্বদা পড়তে হবে। সেই সঙ্গে প্রতিবার হাত ধোয়ার সময় অন্তত ২০ সেকেন্ড হাতে সাবান ঘষতে হবে।

English summary
Sourav- Sachin-virat-rohit wear self-designed masks to raise awareness in fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X