For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি, রাত ৯টায় ৯ মিনিট মোমবাতি জ্বেলে সংহতি নিয়ে কেন এমন বললেন হিটম্যান

ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি, রাত ৯টায় ৯ মিনিটের মোমবাতি প্রার্থনা নিয়ে কেন এমন বললেন হিটম্যান

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য মোমাবাতি বা প্রদীপ কিংবা মোবাইলের টর্চ জ্বালিয়ে ঐক্যভাবে লড়াইয়ের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা দিয়ে দেশবাসী রাত ৯টায় ৯ মিনিটের জন্য মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে কঠিন যুদ্ধে ঐক্যভাবে প্রার্থনা জানায়। ক্রিকেটারাও এই প্রার্থনায় অংশ নেন। যার পর টুইটে রোহিত লিখেছেন, ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি!

একনজরে ক্রিকেটারদের মধ্যে কারা প্রার্থনা জানালেন

একনজরে ক্রিকেটারদের মধ্যে কারা প্রার্থনা জানালেন

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে প্রদীপ জ্বালিয়েছেন। বিরাটের ডেপুটি রোহিত শর্মা মেয়ে সামাইরা ও স্ত্রী রীতিকাকে সঙ্গে নিয়ে ঘর অন্ধকার করে মোমবাতির আলোর সামনে ছবি তুলে পোস্ট করেছেন। ক্রিকেটার সুরেশ রায়না স্ত্রী ও মেয়েকে নিয়ে ছাদে মোমবাতি জ্বালিয়েছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর পুরো পরিবারকে সঙ্গে নিয়ে বাতি জ্বালিয়ে করোনা লড়াইয়ের জন্য প্রার্থনা করলেন। হার্দিক পান্ডিয়া থেকে মায়ঙ্ক আগারওয়ালকে পরিবারের সঙ্গে মোমবাতি জ্বালাতে দেখা গেল।

ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি, কেন এমন বললেন রোহিত

রাত ৯টায় ৯ মিনিটের মোমবাতি প্রার্থনার পর সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি! উল্লেখ্য মোদীর ডাকে মোমবাতি বা টর্চ জ্বালানো পাশাপাশি অনেকেই রাস্তায় বেরিয়ে বাজি ফাটাতে থাকে। শুধু তাই নয় হট্টগোল করে জমায়েত করে অনেকেই দিওয়ালির সেলিব্রেশন মোডে ঢুকে পরেন। সেশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই সব ছবি ভাইরাল হয়েছে।

যা দেখে রোহিত বোঝালেন লড়াই এখনও বাকি। আমরা বিশ্বকাপ জিতিনি যে সেলিব্রেশন করতে হবে। করোনা যুদ্ধে প্রথম শর্তই ছিল ঘরে থাকা। মোমবাতির প্রার্থনা ঐক্যের বার্তা দিতে গিয়ে রাস্তায় জমায়েত করলে আখেড়ে দেশের ক্ষতি। এতেই ভাইরাসের সামাজিক সংক্রমণ আরও বাড়বে।

রোহিতের দান

রোহিতের দান

উল্লেখ্য করোনা মোকাবিলায় রোহিত ৮০ লক্ষ টাকা দান করেছেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা

লকডাউনে ১৩ তম দিনে আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়ে ১০০-র বেশি মানুষ

English summary
Stay home, World Cup still some time away why Rohit Sharma say on 9pm 9min
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X