For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিরাট কোহলিকে হারালেন স্টিভ স্মিথ, অনেকটা পিছোলেন জসপ্রীত বুমরাহও

ফের বিরাট কোহলিকে হারালেন স্টিভ স্মিথ, অনেকটা পিছোলেন জসপ্রীত বুমরাহও

  • |
Google Oneindia Bengali News

আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের ক্রম তালিকায় ফের বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ। ফের বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে হতাশাজনক পারফরম্যান্সের দৌলতে তালিকায় অনেকটাই পিছিয়ে গেলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহও।

দুইয়ে বিরাট কোহলি

দুইয়ে বিরাট কোহলি

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রান করে আউটহয়েছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের নতুন ফাস্ট বোলার কেইল জেমিয়েসনের শিকার হয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও ১৯ রানের বেশি
করতে পারেননি বিরাট। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁকে আউট করেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। এহেন পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় এক থেকে দুই নম্বর স্থানে নেমে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৯০৬ পয়েন্ট।

ফের শীর্ষে স্টিভ স্মিথ

এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং যাঁর সঙ্গে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা বিরাট কোহলির, সেই স্টিভ স্মিথ আবারও আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার পয়লা নম্বর স্থানে উঠে পড়েছেন। উল্লেখ্য গত বছরের শেষে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে টপকেই শীর্ষ স্থান দখল করেছিলেন বিরাট। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু নিউজিল্যান্ডে অফ ফর্ম বিরাটকে ফের আসনচ্যুত করেছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। অষ্টম ও নবম ও দশম স্থানে রয়েছেন
যথাক্রমে ভারতের অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগরওয়াল।

একা কুম্ভ অশ্বিন

চোট সারিয়ে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এমনিতেই অনেকটা পিছিয়ে গিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে বিশেষ কিছু কেরামতি দেখাতে না পারায় আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। নবম স্থানে রয়েছেন তিনি। তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন
অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়া ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন।

অল রাউন্ডার

অল রাউন্ডার

আইসিসি প্রকাশিত টেস্ট অল-রাউন্ডারদের তালিকার তিন নম্বর স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। রবীচন্দ্রন অশ্বিন রয়েছেন পঞ্চমে।

English summary
Steve Smith beat Virat Kohli once again in ICC test ranking, Jasprit Bumrah out of ten
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X