For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজব চুলের ছাঁট! চাহালকে দলের সেরা জোকার বলেই ফেললেন বিরাট

আজব চুলের ছাঁট! চাহালকে দলের সেরা জোকার বলেই ফেললেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় ফের বিদ্রুপের শিকার ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। হাসিখুশি সতীর্থকে নিয়ে এবার মজায় মাতলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। চাহালের নতুন চুলের ছাঁট দেখে বিরাটের করা মন্তব্যে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা।

আজব চুলের ছাঁট! চাহালকে দলের সেরা জোকার বলেই ফেললেন বিরাট

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লাগু থাকা লকডাউনে স্থগিত হয়ে রয়েছে ক্রিকেট। ঘরবন্দি থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তারই ফাঁকে ভিডিও চ্যাটে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বিরাট কোহলি থেকে রোহিত শর্মা সহ অন্যান্যরা। দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে কথোপকথনে অংশ নেন বিরাট।

কথা বলতে বলতেই লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের আজব চুলের ছাঁটের দিকে নজর পড়ে বিরাট কোহলি। সে সম্পর্কে প্রশ্ন করলে চাহাল টিম ইন্ডিয়ার অধিনায়ককে বলেন যে তিনি এবং তাঁর দিদি একসঙ্গে এই কাজ করেছেন। তা শুনে কার্যত হেসে গড়াগড়ি খেয়ে বিরাট বলেন, আজব হেয়ার কাটিং দেখে তাঁর মনে হয়েছিল চাহালের কুকুর, তাঁর পিছনে পড়ে গিয়েছে।

অন্যদিকে যুজবেন্দ্র চাহালকে ভারতীয় দলের সেরা জোকার বলে আখ্যা দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে এই লকডাউনে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, যেভাবে লজ্জার মোড়ক থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ার ওয়ান-টু-ওয়ান কমিউনিকেশনে নিজেকে সাবলীল করে তুলেছেন, তা দেখে অবাকই হয়েছেন বিরাট।

লকডাউনে ঘরবন্দি অবস্থায় টিম ইন্ডিয়ার ফাস্ট বোলাররা নিজেদের কতটা ফিট রাখতে পেরেছেন, তাঁরা কতটা নিয়ন্ত্রিত রয়েছেন, তা দেখতে চান অধিনায়ক বিরাট কোহলি। তাই ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা তাঁর সঙ্গে সোশ্যাল প্ল্যাটফর্মে সরাসরি কথোপকথনে অংশ নিক, চান বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়ক দেখতে চান, দলের ফাস্ট বোলাররা একত্র হলে, একে অপরের সঙ্গে তাঁর কী কথা বলেন।

English summary
Team India's captain Virat Kohli trolls spinner Yuzvendra Chahal on his new haircut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X