For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখে ভারত, দুই দলের সেরা কিছু টেস্ট ম্যাচ

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছিল ভারত। ২-১ ফলে সেই সিরিজ হেরেও ছিল বিরাট কোহলি বাহিনী। এবার ঘরের মাঠে টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছিল ভারত। ২-১ ফলে সেই সিরিজ হেরেও ছিল বিরাট কোহলি বাহিনী। এবার ঘরের মাঠে টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। গত সিরিজে হারের বদলা নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলিরা। এর ফাঁকে দেখে নেওয়া ভারতে হয়ে যাওয়া দুই দলের সেরা কিছু টেস্ট ম্য়াচ।

১৯৯৬-র কলকাতা টেস্ট

১৯৯৬-র কলকাতা টেস্ট

নির্বাসন থেকে ফিরে আসার পর ১৯৯৬ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে হয়েছিল সেই ম্যাচ। সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করেছিল হ্যান্সি ক্রোনিয়ের প্রোটিয়া শিবির। ওপেনার গ্যারি কার্স্টেনের ১০২ ও অ্যান্ড্রু হাডসনের ১৪৬ রানে দৌলতে প্রথম ইনিংসে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৩২৯ রানে অল আউট হয়ে যায় ভারত। শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর (১৬৯) ও মহম্মদ আজহারউদ্দিন (১১৫)। দ্বিতীয় ইনিংসে ফের শতরান করেছিলেন প্রোটিয়া ওপেনার গ্যারি কার্স্টেন (১৩৩)। তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকার ড্যারেল কালিনানও (১৫৩)। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের দেওয়া ৪৬৬ রানের টার্গটের সামনে মুখ থুবড়ে পড়ে ভারত। ৩২৯ রানে ম্যাচ হারে তেন্ডুলকর বাহিনী।

 ২০০০-এ ভারত সফরে দক্ষিণ আফ্রিকা

২০০০-এ ভারত সফরে দক্ষিণ আফ্রিকা

সে বছরই উপ মহাদেশে টেস্টে সবচেয়ে ভালো ফল করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে তাদেরই ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিল হ্যান্সি ক্রোনিয়ের দল। মুম্বই-তে চার উইকেটে টেস্ট ম্যাচ জিতেছিল প্রোটিয়া শিবির। বেঙ্গালুরু হয়েছিল ওই সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সেই ম্যাচে এক ইনিংস ও ৭১ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছিল সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ভারতকে। মহম্মদ আজহারউদ্দিনের লড়াকু ১০২ রানও ভারতকে বাঁচাতে পারেনি।

২০০৮-র চেন্নাই

২০০৮-র চেন্নাই

২০০৮ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। দুই দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ হয়েছিল চেন্নাই-র এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। সেই ম্যাচে নিজের কেরিয়ারের দ্বিতীয় ত্রিশতরান করেছিলেন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ (৩০৪ বলে ৩১৯)। শতরান করেছিলেন রাহুল দ্রাবিড় (১১১)। তার সুবাদে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৪০ রান টপকে ৬২৭-এ গিয়ে দাঁড়ায় টিম ইন্ডিয়া। সেই ম্য়াচ ড্র হয়।

২০১০-র কলকাতা টেস্ট

২০১০-র কলকাতা টেস্ট

২০১০-এ কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ৫৭ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৯৬ রান করেছিল প্রোটিয়া শিবির। শতরান করেছিলেন হাশিম আমলা (১১৪) ও আলভিরো পিটারসেন (১০০)। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের হয়ে শতরান করেন বীরেন্দ্র শেহবাগ (১৬৫), সচিন তেন্ডুলকর (১০৬), ভিভিএস লক্ষ্মণ (১৪৩) ও এমএস ধোনি (১৩২)। ৬৪৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে ২৯০ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। ফের শতরান করেন হাশিম আমলা (১২৩)।

২০১৫-র দিল্লি টেস্ট

২০১৫-র দিল্লি টেস্ট

২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকারে ৩-০ ব্য়বধানে টেস্ট সিরিজ হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে হাশিম আমলা নেতৃত্বাধীন প্রোটিয়া শিবিরকে ৩৩৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ম্যাচের দুই ইনিংসেই শতরান করেছিলেন ভারতের অজিঙ্ক রাহানে (১২৭ ও অপরাজিত ১০০)।

English summary
Top five memorable test between India and South Africa in Indian soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X