For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে সচিন ও কোহলির অন্য ধারার রেকর্ডে চোখ রাখা যাক

আইপিএলে সচিন ও কোহলির অন্য ধারার রেকর্ডে চোখ রাখা যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রতিকূল পরিস্থিতিতেও দলগুলি ও ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব। তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে কোন অন্য ধারার রেকর্ড ধরে রেখেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

স্বতন্ত্র সচিন ও কোহলি

স্বতন্ত্র সচিন ও কোহলি

প্রতিবারই আইপিএলে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারের জন্য চ্যাম্পিয়ন দল থেকেই ক্রিকেটার নির্বাচন করা হবে, তেমন কোনও বাধ্যবাধকতা নেই। পুরস্কার প্রাপকদের তালিকায় বিদেশিদের আধিক্য থাকলেও তাতে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার বিরাট কোহলি।

মূল্যবান সচিন ও বিরাট

মূল্যবান সচিন ও বিরাট

২০১০ সালের আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ওই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৬১৮ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১৬ সালের আইপিএলে পাহাড় প্রমাণ ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। চ্যাম্পিয়ন দলের সদস্য না হওয়া সত্ত্বেও এই পুরস্কার জিতেছিলেন তাঁরা।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ছাড়া এই তালিকার বাকি সব নাম বিদেশি ক্রিকেটারদের। ২০০৮ ও ২০১৩ সালের আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছিলেন রাজস্থান রয়্যালস তথা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ২০১৫ ও ২০১৯ সালের আইপিএলে এই পুরস্কার পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ২০১২ ও ২০১৮ সালের আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছিলেন সুনীল নারিন। এঁরা ছাড়া দুই বার করে এই পুরস্কার কোনও ক্রিকেটার জিততে পারেননি।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সম্ভবত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ কিংবা ১০ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট।

English summary
Unique record of Virat Kohli and Sachin Tendulkar in Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X