For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে, মিথ্যে আশা জাগাবো না, কেন এমন বললেন এ বি ডিভিলিয়ার্স

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে, মিথ্যে আশা জাগাবো না, কেন এমন বললেন এ বি ডিভিলিয়ার্স

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতি অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই আসর হওয়া নিয়েই একপ্রকার অনিশ্চয়তা হয়েছে। করোনা থেকে কবে মুক্তি পাবে বিশ্ব। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা নিয়ে মিথ্যে আশা জাগাতে চাই না, বললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স।

ছয় মাসের মধ্যে ক্রিকেট শুরুর সম্ভাবনা দেখছেন না এবিডি

ছয় মাসের মধ্যে ক্রিকেট শুরুর সম্ভাবনা দেখছেন না এবিডি

ডিভিলায়ার্স বলেছেন, 'বিশ্বজুড়ে করোনার কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কবে থেকে ক্রিকেট শুরু হবে বলা খুবই মুশকিল। ছয় মাসের মধ্যে তো ক্রিকেট শুরু হবে বলে মনে হচ্ছে না।

ডিভিলিয়ার্স যা বললেন

ডিভিলিয়ার্স যা বললেন

প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, ' ২০২০ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট হয়েছে। তবে এই টুর্নামেন্ট সঠিক সময় হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।বিশ্বের অন্য বড় টুর্নামেন্ট করোনা উদ্বেগের জন্যে পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিশ্বকাপ পিছিয়ে ২০২১ সালে হলে, বিশ্বকাপের জন্য আমি কতটা তৈরি থাকব, বলা মুশকিল। সেকারণেই বিশ্বকাপ নিয়ে এই কঠিন পরিস্থিতিতে দলের থাকার বিষয় নিয়ে মিথ্যে আশা জাগাবো না।'

এবিডির চিন্তা কেন

এবিডির চিন্তা কেন

এবিডির বর্তমান বয়স ৩৬ বছর। করোনার কারণে বিশ্বকাপ পিছিয়ে পরের বছর হলে পরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের বয়স ৩৭ হবে। সেই বয়সে এবিডি দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার মতো জায়গায় থাকবেন কিনা, সেই নিয়ে আশঙ্কা রয়েছে। বয়স বাড়লেও যদিও বিশ্বের টি-২০ লিগগুলোয় ব্যাট হাতে এবিডি দাপটের সঙ্গে খেলেন।

নিজের ফিটনেস সেরা থাকলে খেলবেন ডিভিলিয়ার্স

নিজের ফিটনেস সেরা থাকলে খেলবেন ডিভিলিয়ার্স

এবিডি এই নিয়ে বলেছেন, 'এখন আমি ১০০ শতাংশ ফিট। ফলে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু পরে রয়েছে। কিন্তু এক বছর পর আমি যদি নিজেকে ১০০ শতাংশ প্রস্তুত না মনে করি, তখন বিশ্বকাপে নিজেকে বয়ে বেড়ানোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।'

এবিডির প্রত্যাবর্তন নিয়ে আশায় দক্ষিণ আফ্রিকা

এবিডির প্রত্যাবর্তন নিয়ে আশায় দক্ষিণ আফ্রিকা

উল্লেখ্য দেশের জার্সিতে ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবিডি। এরপর ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে এবিডিকে ছাড়া প্রোটিয়া দল ধরাশায়ী হয়েছিল। সেই থেকেই ২০২০ বিশ্বকাপে ডিভিলিয়ার্সকে খেলানো নিয়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ম্যানেজমেন্ট প্রস্তুতি নিয়েছে।

তাঁর ব্যাটিং-র অনুপ্রেরণা রামায়ণের কোন চরিত্র, লকডাউনে জানালেন বীরেন্দ্র শেহওয়াগতাঁর ব্যাটিং-র অনুপ্রেরণা রামায়ণের কোন চরিত্র, লকডাউনে জানালেন বীরেন্দ্র শেহওয়াগ

English summary
Villiers wants to avoid false hopes on Sa comeback if T20 world cup postponed due to coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X