For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই ছাড়পত্র দিলেও মাঠে নেমে অনুশীলন করতে পারবেন না বিরাট-রোহিত!

বিসিসিআই ছাড়পত্র দিলেও মাঠে নেমে অনুশীলন করতে পারবেন না বিরাট-রোহিত!

  • |
Google Oneindia Bengali News

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। তারই মধ্যে ফের ক্রিকেট অনুশীলন শুরু করার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহ থেকে এই অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মাকে আপাতত ঘরবন্দি থাকতে হবে বলেই মনে করা হচ্ছে।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

মোট ২১২টি দেশে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৬০০-রও বেশি মানুষের। মারণ ভাইরাসে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র। দেশের পশ্চিমের এই রাজ্যে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু মুম্বইতে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বাণিজ্য নগরীতে লকডাউনের নিয়ম আরও কড়া করে দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের অনুশীলন

ক্রিকেটারদের অনুশীলন

ভারতের বিভিন্ন প্রান্তে যেভাবে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে চলেছে, তাতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সমবেত অনুশীলনের কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে শরীর ফিট রাখতে ক্রিকেটারদের নিজ নিজ শহরে, বাড়ির কাছে কোনও জনশূণ্য মাঠে নেমে স্কিল ট্রেনিং করার পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ মে-র পর দেশে লকডাউন কিছুটা শিথিল করতে পারে কেন্দ্র। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিসিসিআই।

এনসিএ-তে অনুশীলন শুরু

এনসিএ-তে অনুশীলন শুরু

কর্নাটকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে করোনা ভাইরাসের প্রভাব। তাই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে, সরকারি বিধি মেনে অনুশীলন শুরু করার আভাস দিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহ থেকে এই প্রক্রিয়া চালু হতে পারে বলে জানানো হয়েছে।

পারবেন না বিরাট-রোহিত

পারবেন না বিরাট-রোহিত

টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটারদের পক্ষে সম্ভব হলেও অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে ঘর ছেড়ে বেরোতে পারবেন না বলেই মনে করছেন বিসিসিআই-র কোষাধ্যক্ষ অরুণ ধুমল। তাঁর কথায়, করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুম্বইতে। তাই ভারতীয় দলের তিন রথিকে মাঠে নেমে অনুশীলন শুরু করার অনুমতি হয়তো দেবে না মহারাষ্ট্র সরকার।

ঠিক কী কারণে অস্ট্রেলিয় সংস্থার বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে এলেন সচিন তেন্ডুলকর!ঠিক কী কারণে অস্ট্রেলিয় সংস্থার বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে এলেন সচিন তেন্ডুলকর!

English summary
Virat Kohli and Rohit Sharma will not start training amid wrost pandemic situation in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X