For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাহালকে কেন 'জোকার' বললেন বিরাট? কেনই বা সতীর্থকে থামতে বললেন ভারত অধিনায়ক?

চাহালকে কেন 'জোকার' বললেন বিরাট? কেনই বা সতীর্থকে থামতে বললেন ভারত অধিনায়ক?

  • |
Google Oneindia Bengali News

সতীর্থ তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে এবার থামতে বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথোপকথন চলাকালীন চাহালকে 'জোকার' বলেও সম্বোধন করলেন বিরাট। কেন সতীর্থের ওপর এতটা চটে গেলেন ভারত অধিনায়ক, তা জেনে নিন।

বিরাট-সুনীলের লাইভ চ্যাট

বিরাট-সুনীলের লাইভ চ্যাট

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে স্থগিত রয়েছে ক্রিকেট এবং ফুটবল। খেলোয়াড়রা বাড়িতে বসেই যতটা সম্ভব শরীর ফিট রাখার চেষ্টা চালাচ্ছেন। তারই ফাঁকে একে অপরের সঙ্গে আলাপচারিতাতেও মেতে উঠতে দেখা যাচ্ছে ক্রীড়া ব্যক্তিত্বদের। সেই তালিকার অন্যতম নাম তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন।

চাহালের প্রবেশ

চাহালের প্রবেশ

সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট তথা টিকটক কিং তথা ভারতীয় ক্রিকেট দলের দাপুটে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল স্বভাব-দোষে, অধিনায়ক বিরাট কোহলি ও সুনীল ছেত্রীর কথোপকথনে ঢোকা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি। আচমকাই আলোচনায় ঢুকে দুই অধিনায়কের খবর জানতে চান চাহাল।

রেগে যান বিরাট

রেগে যান বিরাট

যুজবেন্দ্র চাহালের এই কাণ্ডে রীতিমতো রেগে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। নিজেকে সামলে নিয়ে একগাল হেসে মজার ছলেই বলে ফেলেন, 'লো জি চাহাল ইয়াহা ভি আগেয়ে, ইয়ে নেহি মানেগা'।

কথা শোন ভাই

কথা শোন ভাই

সতীর্থ যুজবেন্দ্র চাহালের উদ্দেশে বিরাট কোহলি বলেন, 'কথা শোন ভাই। তোকে সব জায়গায় অনুপ্রবেশ ঘটাতে হবে?' এরপর সুনীল ছেত্রীকে শুনিয়ে বিরাট বলেন, 'যেই কথা বলুক, চাহালের মন্তব্য আসবেই। সত্যি বেশিই হয়ে যাচ্ছে ভাই।' যেদিন সবকিছু স্বাভাবিক হবে, সেদিন চাহালকে রাস্তায় দৌড়তে দেখা যাবে বলেও জানান বিরক্ত বিরাট। ভারত অধিনায়কের বক্তব্য, চাহাল বাড়ি যাবে না। খালি দৌড়ে বেড়াবে।

কী বললেন ছেত্রী

কী বললেন ছেত্রী

যুবজেন্দ্র চাহালের কার্যকলাপ সম্পর্কে তিনিও অবগত বলে জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এর আগে এক সাক্ষাতকারে চাহাল বলেছিলেন, লকডাউন উঠলে তিনি আর বাড়িই ফিরবেন না। সে প্রসঙ্গ টেনে আনেন ছেত্রী। তখন সুনীলকে বিরাট প্রশ্ন করেন যে চাহালের টিকটক ভিডিও দেখা হয়েছে কিনা? বিরাটের কথায়, জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা ২৯ বছরের যুবকের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি দেখে তাঁকে 'জোকার' বলেই মনে হবে।

ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যতে কেন আঁধার নামল? ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যতে কেন আঁধার নামল?

English summary
Virat Kohli called Yuzvendra Chahal 'clown' as the bowler leaves comment in every chat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X