For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিঙ্ক রাহানের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি, কী বললেন ভারত অধিনায়ক


 ইংল্যান্ড বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হলেও অজিঙ্ক রাহানেকে ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বেছেছেন নির্বাচকরা। সেই সিদ্ধান্ত কতখানি সঠিক তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হলেও অজিঙ্ক রাহানেকে ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বেছেছেন নির্বাচকরা। সেই সিদ্ধান্ত কতখানি সঠিক তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সতীর্থর হয়ে ব্যাট ধরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কেন প্রশ্ন

কেন প্রশ্ন

২০১৭ সালে জীবনের সেরা ফর্মে ছিলেন অজিঙ্ক রাহানে। সেই সময় টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৪.৬২। সে বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানের ব্যাট থেকে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরিও আসে। তবে ২০১৮ সালে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি মুম্বইকরকে। সেই বছর রাহানের ব্যাটিং গড় নেমে ৩০.৬৬ হয়। ধারাবাহিক ব্যাড প্যাচের জন্য তিনি ভারতের ওয়ান ডে দল থেকে বাদ পড়েন। ইংল্যান্ডগামী বিশ্বকাপ দলেও জায়গা হয়নি রাহানের।

আইপিএল

আইপিএল

২০১৯ আইপিএলে অজিঙ্ক রাহানের ব্যাটে আবারও পুরনো টাচ নজরে পড়ে। টুর্নামেন্টে একটি সেঞ্চুরি সহ ১৪ ম্যাচে ৩৯৩ রান করেন মুম্বইকর। কিন্তু সেই পারফরম্য়ান্সও রাহানেকে বিশ্বকাপগামী উড়ানের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারেনি।

সুযোগ থেকে বঞ্চিত

সুযোগ থেকে বঞ্চিত

বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে বাধ্য হন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান ও অল রাউন্ডার বিজয় শঙ্কর। দুটি জায়গা শূণ্য হলেও সেখানে অজিঙ্ক রাহানের জায়গা হয়নি। নির্বাচকদের সেই সিদ্ধান্ত সমালোচনায় বিদ্ধ হয়।

রাহানে সম্পর্কে বিরাট

রাহানে সম্পর্কে বিরাট

ওয়ান ডে স্কোয়াডে যে অজিঙ্ক রাহানের জায়গা পাওয়া মুশকিল, তাঁকে টেস্ট দলের সহ অধিনায়ক করা কতটা যুক্তিযুক্ত, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে অধিনায়ক বিরাট কিন্তু ওয়েস্ট ইন্ডিজে রাহানের সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী। ভারত অধিনায়ক মনে করেন, আগামী সিরিজেই জ্বলে উঠবেন মুম্বইকর। অজিঙ্ক রাহানে চাপের মধ্য়ে সেরাটা দিতে পারেন বলে দাবি বিরাট কোহলির। তাঁর কথায়, রাহানের ম্যাচ রিডিংয়ের গুণ যেমন অসাধারণ, তেমনই আউট ফিল্ডে তাঁর উপস্থিতি অন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে।

English summary
Virat Kohli clears his stands on Ajinkya Rahane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X