For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের সাফল্যের জন্য এই বাঙালি কোচকে কৃতিত্ব দিলেন বিরাট কোহলি, কে তিনি?

নিজের সাফল্যের জন্য এই বাঙালি কোচকে কৃতিত্ব দিলেন বিরাট কোহলি, কে তিনি?

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি নিজের সাফল্যের জন্য ভারতীয় দলের প্রাক্তন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ শংকর বসুকে কৃতিত্ব দিয়েছেন। বিরাটের কথায়, ওই কোচের তত্ত্বাবধানে তাঁর কেরিয়ার অন্যখাতে বইতে শুরু করে।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের উত্থান

বিরাটের উত্থান

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপরেই টিম ইন্ডিয়ার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন বিরাট। তাঁকে সম্ভাবনা ক্রিকেটার হিসেবে দেখতে শুরু করেছিল দেশের ক্রিকেট মহল। যদিও নিজেকে বিকশিত করতে কিছুটা সময় নিয়ে নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এখন তিনি ধরাছোঁয়ার বাইরে। বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিট এখন বিরাটই।

শংকর বসুকে কৃতিত্ব

শংকর বসুকে কৃতিত্ব

বিরাট কোহলি স্বীকার করেছেন, আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে তিনি ততটা ফিট এবং ক্ষিপ্র ছিলেন না। ২০১৫ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে শংকর বসুকে পেয়ে তাঁর জীবন পাল্টে যায় বলে জানিয়েছেন ভিকে। এখন শরীর চর্চা এবং ফিটনেসই তাঁর জীবনের মূলমন্ত্র বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এতে তাঁর কেরিয়ারও অন্য খাতে বইতে শুরু করেন বলে জানিয়েছেন বিরাট।

পিঠে ব্যাথা উধাও

পিঠে ব্যাথা উধাও

বিরাট কোহলি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় তিনি প্রথম শংকর বসুর সান্নিধ্যে আসেন। সেই সময় তাঁর পিঠে ব্যাথা ছিল। শংকর বসুর পরামর্শে শরীর চর্চা করে মাত্র তিন মাসের তাঁর শরীরের সব ব্যাথা দূর হয়েছিল বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এরপর থেকে তিনি শংকর বসুর দেওয়া ডায়েট চার্ট মেনে চলছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

করোনা লকডাউনের মাঝে বাবা হচ্ছেন রোনাল্ডো! বেবি বাম্পের ছবি পোস্টে বান্ধবী জর্জিনা দিলেন সুখবরকরোনা লকডাউনের মাঝে বাবা হচ্ছেন রোনাল্ডো! বেবি বাম্পের ছবি পোস্টে বান্ধবী জর্জিনা দিলেন সুখবর

English summary
Virat Kohli credits coach Shankar Basu for his career growth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X