For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলিট ক্লাবে বিরাট কোহলি, স্টিভ ওয়া- রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি অধিনায়কদের সঙ্গে এবার চর্চায় ভিকে

টেস্ট ক্রিকেটে এখন দারুণ ছন্দে ভারত। কোহলির অধিনায়কত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল এখন ইন্ডিয়া। ক্যারিবয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে জেতার পর ভারতের সবচেয়ে সফল অধিনায়ক(টেস্ট)

  • |
Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটে এখন দারুণ ছন্দে ভারত। কোহলির অধিনায়কত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল এখন ইন্ডিয়া। ক্যারিবয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে জেতার পর ভারতের সবচেয়ে সফল অধিনায়ক(টেস্ট) এখন বিরাট কোহলি। তাঁর অধীনে ৪৮টি টেস্ট খেলে ২৮টি ম্যাচ জিতেছে ভারত। এর আগে ভারতীয়দের মধ্য়ে সবচেয়ে বেশি ২৭টি টেস্ট জেতার (৬০টি টেস্টে অধিনায়কত্ব করার)রেকর্ড ছিল ধোনির।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

ছোট পর্দা দিয়েই শুরু করেছিলেন মিমি। খুব ঘরোয়া মুখের একটি মেয়ের হঠাত ট্রান্সফরমেশন। এখন তো গ্ল্যামারে মিমিকে টেক্কা দেওয়া চাপ কিন্তু।

জয়ের শতাংশের বিচারে বিরাট

জয়ের শতাংশের বিচারে বিরাট

অন্তত ৩০ টেস্টে অধিনায়কত্ব করেছেন এমন ক্যাপ্টেনদের ধরলে, জয়ের শতকরা হারে কে কোথায়

স্টিভ ওয়া- জয়ের হার ৭১.৯ শতাংশ
রিকি পন্টিং- জয়ের হার ৬২.৩ শতাংশ
বিরাট কোহলি- জয়ের হার ৫৮.৩ শতাংশ
মাইক ব্রিয়ারলি- জয়ের হার ৫৮.১ শতাংশ
ভিভ রিচার্ডস- জয়ের হার ৫৪ শতাংশ

শতকরা জয়ের বিচারে ওয়া ও পন্টিংয়ের পরেই রয়েছেন বিরাট।

নুসরত জাহান

নুসরত জাহান

২৬ বছরের এই অভিনেত্রী যাকে বলে একেবারে ডাকসাইটে সুন্দরী। ইতিমধ্যেই টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনত্রীদের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে। নুসরতের চোখের জাদুতে যে কেউ ঘায়েল হতে পারে।

অধিনায়কদের নেতৃত্বে দলের ব্যাটিং-বোলিং গড়

অধিনায়কদের নেতৃত্বে দলের ব্যাটিং-বোলিং গড়

স্টিভ ওয়ার নেতৃত্বে দলের ব্যাটিং গড় ৪৩.১১, বোলিং গড় ২৭.৪৫
বিরাট কোহলির নেতৃত্বে দলের ব্যাটিং গড় ৩৭.৮৪, বোলিং গড় ২৬.৪৫
রিকি পন্টিংয়ের নেতৃত্বে দলের ব্যাটিং গড় ৪০.৪৭, বোলিং গড় ৩০.৪৫
ইয়ান চ্যাপেলের নেতৃত্বে দলের ব্যাটিং গড় ৩৭.১১, বোলিং গড় ২৮.০৬
(অন্তত ৩০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের নিয়ে তৈরি পরিসংখ্যান)

রাইমা সেন

রাইমা সেন

সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের মেয়ে বলে কথা, সুন্দরী না হয়ে যায় কোথায়। একটু হটকে ছবি করতেই ভালবাসেন রাইমা। প্রয়োজন না হলে মেক আপ ছাড়াই থাকতে ভালবাসেন রাইমা।

কোহলির সামনে লক্ষ্য

কোহলির সামনে লক্ষ্য

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযানে দুটি টেস্টেই জয় পেয়েছে ভারত।এবার ঘরের মাঠে কোহলির সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২ অক্টোবর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্য়াচের সিরিজ খেলবে ভারত।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

২০০৯ সাল থেকে ইন্ডাস্ট্রিতে এসেছেন সায়ন্তিকা। এর মধ্যেই টলিউডের প্রথম সারির অভিনেত্রী। মেক আপ খুব পছন্দ সায়ন্তিকার।

পাওলি দাম

পাওলি দাম

বছর ৩৫-এর গোড়ায় কে বলবে দেখে। নিজের চেহারার সঙ্গে লুকসেও বেশ কাজ করেছেন। বাংলার এই ব্ল্যাক বিউটি কিন্তু বলিউডেও ক্রমশ নিজের পসার জমিয়ে চলেছেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তীও টেলিভিশন দিয়েই শুরু করেছিলেন অভিনয়ের কেরিয়ার। বেশ অনেক ছোটবেলা থেকেই অভিনয় করছেন শ্রাবন্তী। অভিনেত্রী সুন্দরী হলেও মেক আপ ছাড়া খুবই কম দেখা যায় তাকে।

মুমতাজ সরকার

মুমতাজ সরকার

প্রখ্যাত জাদুকর পি সি সরকারের মেজো মেয়ে মুমতাজ একেবারে আধুনিকা মহিলার পরিভাষা ফিট। এই কেয়ারলেস বিউটি ছোটবেলায় নাকি মেক আপ পছন্দই করতেন না। এখনও যে মেক আপ ছাড়া চলে না তা মোটেই না। শুটিং না থাকলে ক্যাজুয়াল থাকাই পছন্দ মুমতাজের।

পার্নো মিত্র

পার্নো মিত্র

সম্প্রতি ইনস্তাগ্রামে একটি ছবি পোস্ট করে এবং তার বোল্ড জবাব দিয়ে সংবাদে এসেছিলেন পার্নো। প্রানোচ্ছল পার্নো টলিউডে নিজের জমি পাকা করে ফেলেছেন, তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই সুখ্যাতি শোনা যায়।

এনা সাহা

এনা সাহা

সদ্য বিগ বস বাংলা সিজন ২ তে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল এনাকে। কিন্তু যারা বিগ বস দেখেননি তাদের জন্য একঝলক মেক আপ হীন এনা।

মনামী ঘোষ

মনামী ঘোষ

মাত্র ১৭ বছর বয়স থেকে অভিনয় করছেন মনামী। মেগা সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বেলাশেষে ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি।

English summary
Virat Kohli in elite company, In no with Ricky Ponting, Steve Waugh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X