For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিংহাসন ফিরে পেলেন কোহলি, স্মিথকে টপকে ফের টেস্টে বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট,প্রথম দশে ঢুকলেন শামি

এযেন রাজার সিংহাসন ফিরে পাওয়া! ফের টেস্ট ক্রিকেটের মসনদে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি। আইসিসি সাম্প্রিততম টেস্ট ব়্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথকে টপকে এক নম্বরে উঠে এলেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

এযেন রাজার সিংহাসন ফিরে পাওয়া! ফের টেস্ট ক্রিকেটের মসনদে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি। আইসিসি'র সাম্প্রতিকতম ব্যাটসম্যানদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথকে টপকে এক নম্বরে উঠে এলেন বিরাট কোহলি।

ব়্যাঙ্কিংয়ে স্মিথ-বিরাটের তুলনা

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তের সেরা দুই ব্যাটসম্যান ব়্যাঙ্কিংয়ে একে অন্যকে জোড় টেক্কা দিচ্ছেন। অ্যাসেজ সিরিজে দুরন্ত ব্যাটিং করে বিরাটকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে স্মিথ এক নম্বরে উঠে এসেছিলেন।

এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে বড় রান পাননি স্মিথ। যেকারণে রেটিং পয়েন্টে বিরাটের থেকে এই মুহূর্তে পিছিয়ে পড়েন স্টিভ (৯২৩ রেটিং পয়েন্ট)।

পাল্টা ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিং দাপট অব্যাহত রেখেছেন বিরাট কোহলি। যার ফলে রেটিংয়ে স্মিথকে পিছনে ফেলে বিরাট এখন ৯২৮ পয়েন্টে পৌঁছলেন। পয়েন্টের উন্নতিতে এবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারত অধিনায়ক।

একনজরে টেস্ট ক্রমতালিকায় ভারত থেকে সেরা কারা

টেস্ট ব়্যাঙ্কিংয়ে ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে ভারত থেকে চার ব্যাটসম্যান রয়েছেন। শীর্ষে বিরাট কোহলি। চারে চেতেশ্বর পূজারা। ছয় নম্বরে রয়েছেন অজিঙ্ক রাহানে।

১২ ধাপ উঠে প্রথম পাঁচে ডেভিড ওয়ার্নার

১২ ধাপ উঠে প্রথম পাঁচে ডেভিড ওয়ার্নার

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ব্রিজবেন টেস্টে ১৫৪ রান ও অ্যাডিলেড টেস্টে ৩৩৫* রান হাঁকানোর সুবাধে টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ১২ ধাপ উপরে উঠে পাঁচ নম্বরে উঠে এলেন ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের রেটিং পয়েন্ট ৭৬৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২৬ রান করার সুবাদে টেস্ট ক্রমতালিকায় উন্নতি করে চার ধাপ উপরে উঠে ৭ নম্বরে পৌঁছলেন জো রুট।

বোলিংয়ে দশে ঢুকে পড়লেন মহম্মদ শামি

বোলিংয়ে দশ নম্বরে ঢুকে পড়লেন মহম্মদ শামি। বল হাতে এই মুহূর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে রয়েছেন শামি। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে এলেন শামি। প্রথম দশের মধ্য়ে ৫ নম্বরে জসপ্রীত বুমরাহ ও ৯ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন।

English summary
Virat Kohli is back as the No. 1 Test batsman
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X