For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের আন্তর্জাতিক কেরিয়ারে কোন তিন কোচের অবদান ভুলবেন না বিরাট কোহলি?

নিজের আন্তর্জাতিক কেরিয়ারে কোন তিন কোচের অবদান ভুলবেন না বিরাট কোহলি?

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে ভারত নয়, বিশ্বের অন্যতম ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। যেভাবে তাঁর ব্যাট কথা বলছে, তাতে তিনি স্বদেশী লেজেন্ড তথা মাস্টার ব্লাস্টারের রেকর্ড ধরে ফেললেও ফেলতে পারেন বলে অনেকের মত। সেই বিরাটই নিজের এই শ্রীবৃদ্ধির জন্য তিন বিদেশি কোচের নাম বিশেষভাবে উল্লেখ করলেন। জেনে নিন তাঁদের নাম।

বিরাট কোহলি র রেকর্ড

বিরাট কোহলি র রেকর্ড

ভারতের হয়ে ৮৬টি টেস্ট ও ২৪৮টি ওয়ান ডে খেলা বিরাট কোহলি যথাক্রমে ৭২৪০ ও ১১৮৬৭ রান করেছেন। দুই ফর্ম্যাটে তাঁর শতরানের সংখ্যা যথাক্রমে ২৭ ও ৪৩। সবমিলিয়ে ৭০। লেজেন্ড সচিন তেন্ডুলকরের থেকে আর তিরিশটি শতরান দূরে রয়েছেন ভিকে। ওয়ান ডে-তে আর ৬টি শতরান করলেই মাস্টার ব্লাস্টারকে (৪৯টি) ধরে ফেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে টেস্টে সচিনকে ধরতে আরও অধ্যাবসায় ও ধৈর্য্য দেখাতে হবে বিরাটকে। অন্যদিকে টি-টোয়েন্টিতে ভারতীয় দলের জার্সিতে ৮১টি ম্যাচ খেলে ২৭৯৪ রান করেছেন ভিকে।

কোচ নম্বর এক

কোচ নম্বর এক

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার তথা লেজেন্ড গ্যারি কার্স্টেনের কোচিং-এ ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি। বলেছেন, সেই সময় নিজের ফ্রন্ট ফুট নিয়ে তিনি নাজেহাল ছিলেন। এ ব্যাপারে কথা বলতে গেলে গ্যারি বিরাটকে বলেছিলেন, ব্যাটিং করার সময় তাঁর মাথা সঠিক জায়গায় থাকে। তাই ফ্রন্ট ফুট নিয়ে এক চিন্তা করার কোনও প্রয়োজন নেই বলে বিরাটকে বলেছিলেন গ্যারি। সেই পরামর্শ পরবর্তীকালে তাঁর কাজে লেগেছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কোচ নম্বর দুই

কোচ নম্বর দুই

তখনও ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি বিরাট কোহলি। ২০০৮ সালে আইপিএল খেলতে গেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক তথা বর্তমান কোচ মার্ক বাউচার তাঁকে অতি মূল্যবান পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, তিনি যে ভারতীয় দলের সম্পদ হতে চলেছেন, তা তখনই তাঁকে বলেছিলেন বাউচার। বিরাট বলেছেন, কখনও কখনও নেটে তাঁকে টেনিস ব্যাট হাতে দাঁড় করিয়ে দিতেন প্রোটিয়া লেজেন্ড। বিরাটকে টেনিস বলের বাউন্স সামলাতে বলতেন বাউচার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক বলেছিলেন, শর্ট বল সামলাতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা সম্ভব হবে না। এ কথা নিজেই জানিয়েছেন বিরাট।

কোচ নম্বর তিন

কোচ নম্বর তিন

ইংল্যান্ড তথা ভারতের প্রাক্তন কোচ ডানকান ফ্লেচারের পরামর্শ তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে বড়সড় প্রভাব ফেলে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

করোনার মাঝে খারাপ খবর! অমূল্য সম্পদ হারিয়ে পাগলপ্রায় অবস্থা তারকা ক্রিকেটারেরকরোনার মাঝে খারাপ খবর! অমূল্য সম্পদ হারিয়ে পাগলপ্রায় অবস্থা তারকা ক্রিকেটারের

English summary
Virat Kohli named his 3 coaches who shaped his international career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X