For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাদার্স ডে'তে বাবাকে স্মরণ করে কী বার্তা দিলেন বিরাট কোহলি

ফাদার্স ডে'তে বাবাকে স্মরণ করে কী বার্তা দিলেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

ফাদার্স ডে'র বিশেষ দিনে বাবাকে স্মরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে উদযাপনে ভারতীয় ক্রিকেটাররা এদিন বাবার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন। সচিন থেকে হার্দিক, রোহিত থেকে শিখর ধাওয়ান এদিন বাবার সঙ্গে ছবি পোস্ট করেন। বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলিও।

কোহলির বিরাট বার্তা

কোহলির বিরাট বার্তা

বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন 'ফাদার্স ডে'র এই বিশেষ দিনে ফ্যানেদের কাছে সবাইকে জীবনের পথে এগিয়ে যেতে বলব। প্রত্যেকের জীবনে বাবারা তাঁদের প্রথম হিরো। তারা তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, সবসময় বাবারা তাঁদের সন্তানকে লক্ষ্য করে চলেছেন। তাই বাবাকে ভালোবাসলে জীবনে পথে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। হ্যাপি ফাদার্স ডে।'

ছোটবেলাতেই বাবাকে হারান বিরাট

ছোটবেলাতেই বাবাকে হারান বিরাট

২০০৬ সালে বিরাট তাঁর বাবাকে হারান। বছর আঠারোর বিরাট দিল্লির হয়ে রঞ্জিতে কর্ণাটকের বিরুদ্ধে খেলছিলেন। বাবাকে হারিয়েও পরদিন ক্রিকেট মাঠে নেমে দলের জন্য ব্যাটিং করেছিলেন কোহলি। ২০০৬ সালে ৯ ডিসেম্বর বিরাটের বাবা প্রেম কোহলি ভোর রাতে প্রয়াত হন।

বাবার স্বপ্নপূরণ করেছেন কোহলি

বাবার স্বপ্নপূরণ করেছেন কোহলি

বিরাট ৪০ রানে অপরাজিত ইনিংস খেলে দিন শেষ করেছিলেন। সেই রাতেই বাবাকে চোখের সামনে চলে যেতে দেখেছিলেন বিরাট। কিন্তু তরুণ ক্রিকেটার বাবার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন। কোহলির বাবা প্রেম কোহলি তাঁকে বরাবরই ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেতে দেখতে চেয়েছিলেন। বাবাকে হারানোর পরের দিনই মাঠে নেমে দলকে ফলো অন থেকে বাঁচান বিরাট।

ক্রিকেটে বিরাটের সাহায্য

ক্রিকেটে বিরাটের সাহায্য

বাবার মৃত্যুর পর ১৩ বছর কেটে গিয়েছে। বর্তমান সময়ে বিরাট নিজেকে শুধু ব্যাটসম্যান হিসেবেই নয় দেশের অধিনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের একশো সেঞ্চুরির থেকে ৩০ সেঞ্চুরি দূরে রয়েছেন ভিকে। টেস্টে ২৭ ও ওডিআই ক্রিকেটে বিরাটের ৪৩ সেঞ্চুরি রয়েছে। টেস্টে সাত হাজারের বেশি ও ওডিআই ক্রিকেটে বিরাটের ঝুলিতে ১১ হাজারের বেশি রান রয়েছে।

২০২৩ সালের ৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলবন! স্বপ্ন দেখছেন শ্রীসন্থ২০২৩ সালের ৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলবন! স্বপ্ন দেখছেন শ্রীসন্থ

English summary
Virat Kohli post emotional messge on fathers day: says fathers always watching over us,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X