For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে ৭ নম্বর দ্বিশতরান বিরাটের, টপকে গেলেন সচিন-শেহবাগকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে কেরিয়ারের সপ্তম দ্বিশতরান করলেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগকে টপকে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে কেরিয়ারের সপ্তম দ্বিশতরান করলেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগকে টপকে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। লাল বলের ক্রিকেটে সাত হাজার রানের মাইলস্টোন ছোঁয়া বিরাট কোহলির সামনে আছেন মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানক, কুমার সাঙ্গাকারা ও ব্রায়ান লারা।

সপ্তম দ্বিশতরান

সপ্তম দ্বিশতরান

টেস্ট ক্রিকেটে দশ মাস পর তিন অঙ্কের ঘরে পৌঁছে কেরিয়ারের সপ্তম দ্বিশতরান পেলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে ভারতকে চালকের আসনে বসালেন দলের অধিনায়ক।

সচিন-শেহবাগকে টপকে

সচিন-শেহবাগকে টপকে

কেরিয়ারে ২০০টি টেস্ট খেলে ৬টি দ্বিশতরান করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সম পরিমাণ দ্বিশতরান ১০৪টি টেস্ট ম্যাচ খেলে করেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। মাত্র ৮১টি টেস্ট ম্যাচ খেলে ৭টি দ্বিশতরানের মালিক হওয়া বিরাট কোহলি দুই গ্রেটকেই টপকে গেছেন।

 সামনে মাত্র তিন

সামনে মাত্র তিন

টেস্টে দ্বিশতরানের সংখ্যায় বিরাট কোহলির সামনে রয়েছেন মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান (১২টি দ্বিশতরান), শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা (১১টি দ্বিশতরান) ও ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা (৯টি দ্বিশতরান)।

৭ হাজার রান

৭ হাজার রান

পুনে টেস্টে সাত হাজার রানের মাইলস্টোনও পেরোলেন বিরাট কোহলি। রানের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ভারত অধিনায়কের সামনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (৭২১২), বীরেন্দ্র শেহবাগ (৮৫০৩), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), সুনীল গাভাস্কর (১০১২২), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও সচিন তেন্ডুলকর (১৫৯২১)।

দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকদের তালিকায়

দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকদের তালিকায়

টেস্টে দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকদের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। ১৩৮টি টেস্ট ইনিংসে এই মাইলস্টোন টপকেছেন ভারত অধিনায়ক। ক্যারিবিয়ান লেজেন্ড স্যার গ্যারি সোবার্স (১৩৮টি ইনিংসে) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার (১৩৮টি ইনিংসে) সঙ্গে আসন ভাগ করে নিলেন বিরাট। ভারতীয়দের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বীরেন্দ্র শেহবাগ (১৩৪টি ইনিংস) ও সচিন তেন্ডুলকর (১৩৬টি ইনিংস)।

English summary
Virat Kohli reach double hundred in the test against South Africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X