For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডে টেস্ট জিতে সৌরভকে পিছনে ফেললেন কোহলি

মহম্মদ আজহারউদ্দিনকে অনেকদিন আগেই অধিনায়ক হিসাবে টপকে গিয়েছিলেন। এবার টেস্ট জয়ের হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

মহম্মদ আজহারউদ্দিনকে অনেকদিন আগেই অধিনায়ক হিসাবে টপকে গিয়েছিলেন। এবার টেস্ট জয়ের হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে ২০৩ রানে জয় পেল টিম ইন্ডিয়া। যার ফলে সৌরভের ২১টি টেস্ট জয়কে টপকে ২২টি জয় কোহলি পকেটে পুরে নিলেন।

ইংল্যান্ডে টেস্ট জিতে সৌরভকে পিছনে ফেললেন কোহলি

এই তালিকায় সবার উপরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মোট ৬০টি টেস্টে অধিনায়কত্ব করে ২৭টি টেস্টে জয় পেয়েছেন। এদিকে কোহলি মাত্র ৩৮টি টেস্টে অধিনায়কত্ব করেই ২২টিতে জয় ছিনিয়ে নিয়েছেন। জয়ের শতাংশের হিসাবেও বাকী অধিনায়কদের চেয়ে কোহলি অনেকটা উপরে রয়েছেন।

পাশাপাশি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশে টেস্ট জিতেছেন।

শুধু অবশ্য অধিনায়ক হিসাবেই নয়, অধিনায়ক-ব্যাটসম্যান হিসাবেও একটি সিরিজে সবচেয়ে বেশি ৪২৬ রান করা মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড কোহলি ভেঙে দিয়েছেন। এই সিরিজে তার চেয়েও বেশই রান ইতিমধ্যে কোহলি করে ফেলেছেন। আরও দুটি টেস্ট বাকী রয়েছে। ২০১৪ সালে ইংল্যান্ডে সব টেস্ট মিলিয়ে কোহলি ১৪৯ রান করেছিলেন। খারাপ ফর্মের জন্য বিস্তর সমালোচনাও কুড়োতে হয়েছিল। তবে এজবাস্টনে প্রথম টেস্টেই সেই রান টপকে যান কোহলি। তারপরে এই টেস্টে ট্রেন্ট ব্রিজে টেস্টের ২৩তম শতরান করে ফেলেছেন তিনি। সবমিলিয়ে ৫৮তম টেস্ট শতরান হয়ে গিয়েছে কোহলির।

English summary
Virat Kohli registers 22nd win as Test skipper; overtakes Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X