For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল কি বিভাজিত! ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মুখ খুললেন কোহলি

বিশ্বকাপের পর জল্পনাটা তৈরি হয়েছিল, কোহলির ড্রেসিংরুমে নাকি ভাঙন ধরেছে। নিন্দুকদের এই গুঞ্জনকে এবার ব্যাটফুটে ঠেলে দিয়ে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মুখ খুললেন কোহলি

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের পর জল্পনাটা তৈরি হয়েছিল, কোহলির ড্রেসিংরুমে নাকি ভাঙন ধরেছে। সেই চিড় এতটাই গভীরে, যে দল এখন দুটি অংশে বিভক্ত! এক শিবিরে কোহলি ও তাঁর পছন্দের ক্রিকেটাররা অন্য শিবিরে রোহিত ও বিদ্রোহী গোষ্ঠী! নিন্দুকদের এই গুঞ্জনকে এবার ব্যাটফুটে ঠেলে দিলেন বিরাট।

দল কি বিভাজিত! ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মুখ খুললেন কোহলি

এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, 'আমার ড্রেসিংরুমে কেউ দাদাগিরি করে না। জুনিয়ার কুলদীপের সঙ্গে যেভাবে বন্ধুর মতো মেশা হয়, একই ভাবে ধোনির মতো সিনিয়রকেও সম্মান করা হয়। ড্রেসিংরুমে দলের প্রত্যেককে আমার সৈনিক, মাঠে আমি ওদের নেতা। আর মাঠের বাইরে আমি ওদের বন্ধু।'

বিরাট বরাবরই আবেগপ্রবণ। মাঠে জুনিয়ররা ভুল করলে ড্রেসিংরুমে তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। বিশ্বকাপ সেমিফাইনালে ঋষভ পন্থ সেট হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে আসার পর, বিরাটকে মেজাজ হারাতে দেখা গিয়েছিল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোহলি অবশ্য বলেছেন, 'ড্রেসিংরুমে ক্রিকেটারদের বকাঝকা করার রেওয়াজ নেই। শুধু তাই নয়, আমার ড্রেসিংরুমে জুনিয়র সিনিয়রদের মধ্যে কোনও বিভাজন নেই। প্রত্যেকেই মত প্রকাশ করতে পারে, প্রত্যেকেই প্রত্যেকের লেগ পুল করে আবার ভুল ক্রুটি গুলোও ধরিয়ে দেয়।'

প্রসঙ্গত দলের বিভাজন নিয়ে গুঞ্জনে জানা গিয়েছে, দল নির্বাচন থেকে যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোহলি সহঅধিনায়কের সঙ্গে কোনও আলোচনাই করেন না। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মুখ খুলে ঘুরিয়ে সেই সব অভিযোগই এবার উড়িয়ে দিলেন বিরাট।

English summary
Virat Kohli reveals his dressing room culture, he says scolding people isn't there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X