For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা সবাই এক', প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে বার্তা বিরাট থেকে রোহিতের

'আমরা সবাই এক', প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে বার্তা বিরাট থেকে রোহিতের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, ততই ঐক্যবদ্ধ হচ্ছে ভারত। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় প্রশাসনকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটার এবং সেলেব্রিটিরা। এই ইস্যুতে এবার অভিনব বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

করোনা যুদ্ধ ও লকডাউন

করোনা যুদ্ধ ও লকডাউন

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। এদেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ১০০ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ, ১৪ এপ্রিল পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ। স্তব্ধ থাকবে সব ধরনের পরিষেবা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন সাধারণ নাগরিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

করোনা যুদ্ধে বাতি

করোনা যুদ্ধে বাতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তারই অংশ হিসেবে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানুষদের সম্মান জানাতে আজ রাত ৯টায় প্রত্যেক দেশবাসীকে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাঁর আবেদনে সাড়া দিতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

পাশে বিরাট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে লিখেছেন, স্টেডিয়ামের শক্তি ক্রিকেট ফ্যানরা। একইভাবে নাগরিকরাই দেশের বল। তাই আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাতি জ্বালিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন বিরাট।

রোহিতের বার্তা

আজ রাতে দেশবাসীকে মহান টিম ইন্ডিয়া হাডেলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। একত্রে এই যুদ্ধ জয় করা সম্ভব বলে মনে করেন হিটম্যান।

হার্দিকের বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, তাঁদের সম্মান জানাতে প্রত্যেক ভারতবাসীর ঘরে রাতে বাতি জ্বালানো উচিত। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম থেকে প্রত্যেক নাগরিকের বাড়ির দরজা পর্যন্ত লক্ষণরেখা টানার অনুরোধ জানিয়েছেন হার্দিক।

করোনা আতঙ্কেও শীঘ্র ক্রীড়া ইভেন্ট শুরু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকরোনা আতঙ্কেও শীঘ্র ক্রীড়া ইভেন্ট শুরু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

English summary
Virat Kohli, Rohit Sharma and Hardik Pandya urges people to stay as one
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X