For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমর্থকদের ভালবাসার ঠেলায় ক্ষতিগ্রস্থ বিরাটের মূর্তি

গত বুধবারই দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে উদ্বোধন হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি।

Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তিনি কতটা জনপ্রিয় তা আর বলে দিতে হয়না কাউকে। মাঠের মধ্যে তাঁর আগ্রাসন এবং মেজাজি ব্যাটিং মন জিতে নিয়েছে অসংখ্য ক্রিকেটপ্রেমীর। ঠিকই ধরেছেন কথা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। কিন্তু যাঁকে ঘিরে সমর্থকদের এত আবেগ সেই বিরাটের মূর্তিই ক্ষতিগ্রস্থ হল সমর্থকদের ভালবাসার ঠেলায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!

সমর্থকদের ভালবাসার ঠেলায় ক্ষতিগ্রস্থ বিরাটের মূর্তি

গত বুধবারই দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে উদ্বোধন হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি।

প্রিয় ক্রিকেটারের মূর্তি দেখতে এর পর থেকেই মিউজিয়ামে হাজির হচ্ছিলেন প্রচুর অনুগামী। কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল ভক্তকূলের ভালোবাসায় ক্ষতিগ্রস্থ বিরাটের মোমের মূর্তি। মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মূর্তিটির ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মনে করা হচ্ছে মূর্তিকে ঘিরে সমর্থকদের সেলফি নেওয়ার হিড়কের কারণেই ক্ষতিগ্রস্থ হয়েছে মূর্তিটি। যদিও মূর্তিটির ক্ষতিগ্রস্ত জায়গা ইতিমধ্যেই সারিয়ে ফেলেছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

দিল্লি এই মিউজিয়ামে বিরাট কোহলি ছড়াও রয়েছে উসেইন বোল্ট, কপিল দেব, ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসি-র মতো তারকাদের মোমের মূর্তি।

দিল্লির কনট প্লেসে গত ডিসেম্বরে এই মিউজিয়ামটি খোলা হয়। ক্রীড়াবিদদের পাশাপাশি এই মিউজিয়ামে স্থান পেয়েছে বলিউড তারকা এবং সঙ্গীত শিল্পীদের মোমের মূর্তিও।

English summary
Virat Kohli wax statue at madame tussauds museum in new delhi got damaged but modify in immediate effort.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X