For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব বিশ্বকাপ তাঁর কেরিয়ারে মাইলস্টোন, বললেন বিরাট কোহলি

অনূর্ধ্ব বিশ্বকাপ তাঁর কেরিয়ারে মাইলস্টোন, বললেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

২০২০-র শুরুতে ২০০৮-এ ফিরে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কারণ সে বছর থেকেই কার্যত ভারতীয় ক্রিকেটের কক্ষপথে ঢুকে পড়েছিলেন ভিকে। সেই মুহূর্তগুলি স্মরণ করার পাশাপাশি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনেরও প্রশংসা করেছেন বিরাট কোহলি।

২০০৮-র অনূর্ধ্ব বিশ্বকাপ

২০০৮-র অনূর্ধ্ব বিশ্বকাপ

মালেশিয়ায় বসেছিল ২০০৮-র অনূর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপের আসর। তরুণ বিরাট কোহলি নেতৃত্বে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন তরুণ রবীন্দ্র জাদেজাও।

নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

২০০৮ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছিলেন বিরাট কোহলিরা। সেই কিউয়ি দলের নেতৃত্ব দিয়েছিলেন নিউজিল্যান্ডের সিনিয়র দলের বর্তমান নেতা কেন উইলিয়ামসন। কিউয়ি লেজেন্ড ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিও ২০০৮-র অনূর্ধ্ব ১৯ নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন।

দুর্দান্ত উইলিয়ামসন

দুর্দান্ত উইলিয়ামসন

২০০৮-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ভারত জিতলেও, তাঁর চোখে সেই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলে জানিয়ছেন টিম ইন্ডিয়ার কাণ্ডারী বিরাট কোহলি। ভারত অধিনায়ক বলেছেন, উইলিয়ামসের ব্যাটিং স্টাইল অন্যদের থেকে আলাদা ছিল। সেই সঙ্গে ওই টুর্নামেন্ট খেলা এবং পরবর্তীকালে আন্তর্জাতিক আঙিনা কাঁপানো অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের নামও উল্লেখ করেছেন বিরাট কোহলি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাইলস্টোন

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাইলস্টোন

২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ তাঁর ক্রিকেট কেরিয়ারের অন্যতম মাইলস্টোন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওই টুর্নামেন্টে ৪৭-র গড়ে ২৩৫ রান করা বিরাট, টিম ইন্ডিয়ার সিনিয়র দলে ডাক পান। যদিও আরও এক বছর পর ভারতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক শতরান পান ভিকে।

English summary
Virat Kohli says about his under 19 World Cup experience
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X