For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে জীবনদর্শন পাল্টেছে, জীবনকে উপভোগ করুন, বার্তা বিরাটের

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে জীবনদর্শন পাল্টেছে, জীবনকে উপভোগ করুন, বার্তা বিরাটের

  • |
Google Oneindia Bengali News

হ্যামিলটনে প্রথম ওডিআই ম্যাচ খেলার আগে কোবে ব্রায়ান্টের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বিরাট কোহলি। এই মৃত্যুতে বিরাট মর্মাহত বলে ভারত অধিনায়ক উল্ল্যেখ করেছেন।শুরু তাই নয়, এই মৃত্যু কোহলির জীবনদর্শনও পাল্টে দিয়েছে বলে তিনি জানান।

জীবনকে বাঁচতে শিখুন, বললেন বিরাট

সাংবাদিক বৈঠকে কোবেকে নিয়ে প্রশ্ন করায় বিরাট বলেন, 'এভাবে শীর্ষস্থানীয় একজন খেলোয়াড়ের বিদায় মেনে নেওয়া যায় না। কোবের বিদায় বিশ্ববাসীর কাছে জোর ধাক্কা। জীবন যে কতটা অনিশ্চিত হতে পারে কোবের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা জীবন থেকে প্রচুর প্রত্যাশা করি আর জীবনকে বাঁচতে ভুলে যাই। এটাই আমরা ভুল করি। জীবন আমাদের যেটা দিয়েছে, সেটা প্রতি ধন্যবাদ জানানো উচিত।'

এখানেই না থেমে বিরাট আরেও বলেছেন, 'জীবনের অনিশ্চয়তা, চাপ সব কিছুই থাকবে, কিন্তু জীবনকে উপভোগ করুন।'

কীভাবে দুর্ঘটনা

কীভাবে দুর্ঘটনা

২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় কোবের হেলিকপ্টার ভেঙে পড়ে। মেয়ের সঙ্গে অ্যাকাডেমিতে কোচিং করাতে হেলিকপ্টারের করে উড়ে যাচ্ছিলেন কোবে। দুর্ঘটনায় হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে যায়।দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, কোবের শরীর খুঁজে পেতে কয়েকদিন লাগবে বলে সেসময় স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়।এনবিএ-র ইতিহাসে ব্রায়ান্টকে সর্বকালের অন্য়তম সেরা খেলায়াড় মনে করা হয়। মৃত্যকালে ব্রায়ান্টের বয়স ছিল ৪১ বছর।

শোক বার্তায় বিরাট যা লেখেন

কোবের মৃত্যুতে ইনস্টাগ্রামে ব্রায়ান্টে ছবি পোস্ট করে বিরাট লেখেন, 'সকালে উঠেই এই খবর শুনে মর্মাহত। ছোটবেলায় ব্রায়ান্টের অনেক ম্যাচ দেখেছি। ব্রায়ান্টকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। জীবন সত্যিই অপ্রত্যাশিত। দুর্ঘটনায় ব্রায়ান্টের মেয়েও সঙ্গে ছিল। জিয়নাও প্রয়াত। সত্যিই আজ মনটা খুব খারাপ। ওর পরিবারকে সমবেদনা জানাই।'

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটে যা লিখেছিলেন

ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট পোস্টে লেখেন, 'রেস্ট ইন পিস লেজেন্ড। কোবে সত্যিই তুমি সবার কাছে অনুপ্রেরণা ছিলে। তোমার এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না।'

English summary
Virat Kohli says the most important thing is life itself after Kobe Bryant's tragic death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X