For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী ঠিক এই কারণে সারা রাত চিৎকার করে কেঁদেছিলেন বিরাট কোহলি!

জানেন কী ঠিক এই কারণে সারা রাত শুধু কেঁদেছিলেন বিরাট কোহলি!

  • |
Google Oneindia Bengali News

ভালো পারফরম্যান্স করেও রাজ্য দল থেকে বাদ পড়ার ঘটনা মেনে নিতে পারেননি। সেদিন সারারাত না ঘুমিয়ে শুধু কেঁদেছিলেন বিরাট কোহলি। পুরনো দিনের সেই কথা নিজেই জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই পরিস্থিতি থেকে তিনি কীভাবে ফিরে এসেছিলেন, তাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের আইকন।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

২০০৮ সালে প্রথম ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপান বিরাট কোহলি। ২০১১ সালে দেশের হয়ে প্রথম টেস্ট খেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট ও ২৮২টি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৭২৪০ ও ১১৮৬৭ রান করে ফেলেছেন বিরাট। দুই ফর্ম্যাটে ২৭ ও ৪৩টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ভারতের হয়ে ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭৯৪ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। সবমিলিয়ে ১০৯টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলে ৩২টি শতরান সহ ৮৮৬২ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভালো খেলেও বাদ

ভালো খেলেও বাদ

বিরাট কোহলির মতে, সেই সময়টা অন্যরকম ছিল। ক্রিকেটার হিসেবে তখনও তিনি প্রতিষ্ঠা পাননি। তবু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। ভালোই খেলছিলেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্য দল থেকে তাঁকে বাদ পড়তে হয় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই প্রখম তিনি কোনও দল থেকে বাদ পড়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

বিরাটের প্রতিক্রিয়া

বিরাটের প্রতিক্রিয়া

বিরাট কোহলি জানিয়েছেন, রাজ্য দল থেকে বাদ পড়ার কারণ জানতে তিনি কোচের কাছে গিয়ে কোনও উত্তর পাননি। তাই তিনি ভেঙে পড়েছিলেন। সেদিন সারারাত তিনি দুই চোখের পাতা এক করতে পারেননি বলে জানিয়েছেন বিরাট। সেদিন সারারাত তিনি চিৎকার করে কেঁদেছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ইচ্ছাশক্তি ও একাগ্রতা

ইচ্ছাশক্তি ও একাগ্রতা

তবে তিনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, ইচ্ছাশক্তি ও একাগ্রতার মাধ্যমে তিনি নিজেকে ফের প্রমাণ করেছিলেন। তাই তিনি ফিরেও এসেছিলেন বলে জানিয়েছেন বিরাট।

রাজ্য দলে সুযোগ

রাজ্য দলে সুযোগ

২০০৬ সালে দিল্লি দলে সুযোগ পান বিরাট কোহলি। এর ঠিক দুই বছর পর ভারতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পান ভিকে। তার আগে বিরাটের অধিনাকত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর টিম ইন্ডিয়ার অধিনায়ককে আর ফিরে তাকাতে হয়নি।

English summary
Virat Kohli shares his situation after the rejection from state team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X