For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন শেষ থেকেই শুরু করতে চান বিরাট কোহলি? লকডাউনে কোন বার্তা ভারত অধিনায়কের

কেন শেষ থেকেই শুরু করতে চান বিরাট কোহলি? লকডাউনে কোন বার্তা ভারত অধিনায়কের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন ওঠার অপেক্ষায় বসে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি প্রিয় ব্যাট হাতে ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ভিকে। বলেছেন, আগের মতোই আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্রিকেটে ফিরতে চান।

করোনা ভাইরাসের জেরে লকডাউন

করোনা ভাইরাসের জেরে লকডাউন

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে ২১২টি দেশে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় দুই লক্ষ ৭০ হাজার ছুঁই ছুঁই। ভারতের ৫০ হাজরেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১৮০০ ছুঁয়ে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট বাতিলও হয়ে যেতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে আগামী অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপও করোনা ভাইরাসের কারণ পিছিয়ে যেতে পারে মনে করা হচ্ছে। ফলে ক্রিকেট থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

কবে শুরু হবে ক্রিকেট

কবে শুরু হবে ক্রিকেট

এখনও পর্যন্ত যা খবর, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলে অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে দেশে ক্রিকেটের কার্যকলাপ চালু করতে আগ্রহী বিসিসিআই। তেমনটা হলে করোনা ভাইরাসের জেরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়া ওয়ান ডে সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে পারে টিম ইন্ডিয়া।

কী বললেন বিরাট

কী বললেন বিরাট

ফের ব্যাট হাতে বাইশ গজে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, লকডাউনের মধ্যে তিনি নিজেকে ইতিবাচক ও আনন্দে রাখার ভরপুর চেষ্টা চালাচ্ছেন। বাড়িতে বসে তিনি আগামী দিনের রণনীতি তৈরি করছেন বলেও জানিয়েছেন বিরাট। তাঁর কথায়, ক্রিকেট যখনই শুরু হোক, ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে তিনি ব্যাট ধরতে চান। মাঠে নেমে পরিচিত আগ্রাসী মেজাজ দেখাতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

মাত্র ৬০ সেকেন্ড খতম! মেয়ে সারার তৈরি সুস্বাদু কোন ডিশ চেটেপুটে খেলেন সচিন তেন্ডুলকর?মাত্র ৬০ সেকেন্ড খতম! মেয়ে সারার তৈরি সুস্বাদু কোন ডিশ চেটেপুটে খেলেন সচিন তেন্ডুলকর?

English summary
Virat Kohli speaks about his comeback in cricket post coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X