For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন ফর্ম্যাটে নিজের ধারাবাহিকতার কারণ বাখ্যা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

তিন ফর্ম্যাটে নিজের ধারাবাহিকতার কারণ জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটের তিন ফর্ম্যাটে তাঁর মতো ধারাবাহিক পারফর্মার এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে আর নেই। সেই বিরাট কোহলি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজের সফলতার কারণ নিজেই বাখ্যা করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে এ ব্যাপারে কী বললেন বিরাট কোহলি।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সচিনের রেকর্ড ভাঙার মুখে বিরাট

সচিনের রেকর্ড ভাঙার মুখে বিরাট

টেস্টে অনেকটা পিছিয়ে থাকলেও ওয়ান ডে শতরানের নিরিখে খুব শীঘ্রই সচিন তেন্ডুলকরকে টপকে যেতে পারেন বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে মাস্টার ব্লাস্টার ৪৯টি শতরানের মালিক। অন্যদিকে ৩১ বছরের বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৪৩টি ওয়ান ডে শতরান। টেস্টে ২৭টি শতরান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

মাঠের সবদিকে শট

মাঠের সবদিকে শট

বিরাট কোহলি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে পরিবর্তন করেছেন। শুরুর সময়ের থেকে শট নির্বাচন থেকে খেলার স্টাইলে নিজেকে বদলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিরাট স্বীকার করেছেন, শুরুর দিকে তিনি কেবল মাঠের একদিকে খেলতে পছন্দ করতেন। তাই সেই সময় তিনি সফলতাও কম পেতেন। কিন্তু এখন তিনি মাঠের চতুর্দিকে শট নেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। এ ব্যাপারে সচিন তেন্ডুলকর তাঁর আদর্শ বলে জানিয়েছেন ভিকে।

পরিবর্তনেই লুকিয়ে সাফল্য

পরিবর্তনেই লুকিয়ে সাফল্য

বিরাট কোহলির কথায়, কোনও ব্যাটসম্যান যদি একই জায়গায় আটকে থাকে, তবে প্রতিপক্ষের বোলারের কাছে তাঁর বিরুদ্ধে রণনীতি তৈরি করা সহজ হয়। কিন্তু সময়ের সঙ্গে ব্যাটিং-র কৌশল পরিবর্তন করলে, তা ব্যাটসম্যানের সফলতার কারণ হতে পারে বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

শেহওয়াগের রেকর্ড ভাঙুন রোহিত, চেয়েছিলেন যুবরাজ, করেও দেখিয়েছিলেন হিটম্যানশেহওয়াগের রেকর্ড ভাঙুন রোহিত, চেয়েছিলেন যুবরাজ, করেও দেখিয়েছিলেন হিটম্যান

English summary
Virat Kohli speaks about his consistency in all formats of cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X