For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-বিরাট-ধোনি-যুবি, করোনা উদ্বেগের থমথমে পরিবেশে পুলিশের পোশাকে কী করছে ভারতীয় দল

সচিন-বিরাট-ধোনি-যুবি, করোনা উদ্বেগের থমথমে পরিবেশে পুলিশের পোশাকে কী করছে ভারতীয় দল

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা উদ্বেগ। ভারতে ক্রমেই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যার গ্রাফ উর্ধ্বমুখী। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় সংকটে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সম্ভাবনা। এই থমথমে পরিবেশে সাধারণ মানুষ যখন ঘরবন্দি, তখন প্রতি মুহূর্তে পথে নেমে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষটা নিজেদের সেরা পারফর্ম্যান্স দিয়ে যাচ্ছেন। তাঁদেরকেই এবার স্যালুট জানাল ভারতীয় ক্রিকেট দল।

করোনা যোদ্ধা

মানুষের স্বার্থেই পুলিশ থেকে ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েও প্রতিদিন কাজ করে চলেছেন। পুলিশ, সাংবাদিক,ডাক্তার, নার্স, সাফাইকর্মী প্রত্যকেই এনারা করোনা যোদ্ধা। তাঁদের সম্মান জানাতেই জনতা কারফিউয়ের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতালি দিয়ে উৎসাহ দিতে বলেছিলেন। দেশের নাগরিকরা সেদিন করতালি দিয়ে তাঁদের উৎসাহিত করেন। এবার দেশের পুলিশকে বিশেষভাবে সম্মান জানালো ভারতীয় ক্রিকেট দল।

সচিন, ধোনি কোহলিরা যখন সিঙ্ঘম

করোনা মোকাবিলায় দেশের পুলিশ যেভাবে কাজ করছে, তাঁদের সম্মান জানাল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এদিন একটি অ্যানিমেশন কার্টুন ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে সচিন, ধোনি, কোহালিদের সিঙ্ঘম' স্টাইলে আঁকা হয়েছে। করোনার কারণে আইপিএল স্থগিত না হলে ধোনি-কোহলি-রোহিত-বুমরাহদের এখন ক্রিকেট মাঠে দেখা যেত। ক্রিকেট মাঠ বন্ধের কারণে সেই হিরোদের এখন পুলিশরূপী লুকই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সমাজের রিয়েল হিরো পুলিশকর্মীদের সম্মান জানাতেই আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এমন অভিনব উদ্যোগ নিয়েছে।

ছবিতে কী দেখা যাচ্ছে

ছবিতে কী দেখা যাচ্ছে

অ্যানিমেশন ছবিটিতে শুধু বিরাট-রোহিত-ধোনি-বুমরাহ অর্থাৎ বর্তমান ক্রিকেটাররাই নয়। অতীতে ক্রিকেট তারকারাও এই অ্যানিমেশন ছবিটিতে রয়েছেন। হরভজন সিং, সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগকেও এই ছবিতে সিঙ্ঘম রূপে দেখা গিয়েছে।

দিল্লি পুলিশের প্রশংসায় বিরাট যা বলেছেন

দিল্লি পুলিশের প্রশংসায় বিরাট যা বলেছেন

এক ভিডিও বার্তায় ভারত অধিনায়ক বলেন, 'দেশ এখন জাতীয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশে লকডাউন জরুরী। আর এই লকডাউনে জরুরী পরিষেরা দিয়ে দারুণ ভাবে দিল্লি পুলিশ প্রতিদিন নাগরিকদের জন্য কাজ করে চলেছেন।'২১ দিনের লকডাউন চলাকালীন দিল্লি পুলিশ যেভাবে সততার সঙ্গে কাজ করেছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তা অবশ্যই প্রশংসার জন্য। সেই সঙ্গে গরীবদের মুখে পুলিশ খাবারও তুলে দিচ্ছেন। দিল্লি পুলিশকে ধন্যবাদ।'

উইজডেন তালিকায় কেন নেই রোহিত শর্মা? প্রশ্ন ভেরি ভেরি স্পেশালেরউইজডেন তালিকায় কেন নেই রোহিত শর্মা? প্রশ্ন ভেরি ভেরি স্পেশালের

English summary
Virat kohli to sachin tendulkar, dhoni to yuvi, mumbai indians shared cops cartoon with indian cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X