For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুরু' সচিন-কে ছুঁলেন বিরাট, আর কী কী নজির স্থাপন করলেন ভারত অধিনায়ক

ফের শতরান। ফের নজির। এবার 'গুরু' সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট। সেই সঙ্গে রেকর্ড বইয়েও তুলে ফেললেন তাঁর নাম।

Google Oneindia Bengali News

ফের শতরান। ফের নজির। এবার 'গুরু' সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট। সেই সঙ্গে রেকর্ড বইয়েও তুলে ফেললেন তাঁর নাম। পারথ টেস্টের তৃতীয় দিনে শতরান পৌঁছন বিরাট। দ্বিতীয় দিনের শেষে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিন ১৮ রান করতে সময় নেন ১২ ওভার। কিন্তু, ভারতীয় ব্যাটিং লাইন-আপ-এর যে কঠিন সময়ে তিনি ব্যাট হাতে ক্রিজে এসেছিলেন তাতে এতখানি সতর্কতাই কাম্য ছিল। এদিনের শতরানে অস্ট্রেলিয়ায় ৬টি ১০০-র মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বিরাট। সচিন-এক মাত্র ভারতীয় ব্যাটসম্যান যাঁর একমাত্র এই রেকর্ড রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Well played <a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a>. One of your finest innings. This knock will be remembered for a long time. <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/Gj1dSN4k4p">pic.twitter.com/Gj1dSN4k4p</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1074164869388218369?ref_src=twsrc%5Etfw">December 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

একবারের জন্য মনে হয়নি যে বিরাট কোনও মতে ক্রিজে টিঁকে রয়েছেন। বরং বারবার যেটা ফুঁটে উঠেছিল সেটা হল তাঁর কঠিন মানসিকতা। দলের সঙ্কট সময়ে চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা। খোদ সুনীল গাওস্কর থেকে শুরু করে মাইক হাসি সকলেই এদিন আকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দেন বিরাট কোহলিকে।

২১৪ বলে শতরান

২১৪ বলে শতরান

দ্বিতীয় দিনে বিরাট যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ভারত ৮ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল। শেষমেশ ৮২ রানে অপরাজিত ছিলেন বিরাট। তৃতীয় দিনের খেলা শুরু-র সময় থেকে ১২ ওভার লাগে তাঁর শতরান ছুঁতে। তেরোটা বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি রয়েছে বিরাটের এই শতরানে। ১২৩ রান করে কামিন্সের বলে হ্যান্ডসকম্ব-এর হাতে ক্যাচ আউট হন তিনি।

পারথ-এ নতুন স্টেডিয়ামে বিরাটের শতরান

পারথ-এ নতুন স্টেডিয়ামে বিরাটের শতরান

পারথে নতুন স্টেডিয়ামে এবারই প্রথম খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই দলের প্রথম ক্রিকেটার ও অধিনায়ক হিসাবে শতরান করলেন বিরাট।

অস্ট্রেলিয়ায় মোট ছয় শতরান

অস্ট্রেলিয়ায় মোট ছয় শতরান

২০১২ সালে অ্যাডিলেডে একটি শতরান করেছিলেন বিরাট। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরেও একটি দ্বিশতরান-সহ চারটি শতরান করেছিলেন তিনি। এবার অ্যাডিলেড টেস্টে শতরান না করলেও বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে ১০০০ রান-এর মাইলস্টোন ছুঁয়েছিলেন। এটাও একটা নজির ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে ছয় শতরানের একমাত্র ভারতীয় ক্রিকেটার এতদিন ছিলেন সচিন। এখন থেকে তাঁর পাশে বিরাটের নামও থাকবে।

বিদেশের মাটিতেও অধিনায়ক হিসাবে ২০০০ রানের নজির

বিদেশের মাটিতেও অধিনায়ক হিসাবে ২০০০ রানের নজির

এর আগে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে ঘরের মাঠে ২০০০ রানের নজির গড়েছেন বিরাট। এবার প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে বিদেশের মাটিতেও ২০০০ রানের নজির গড়লেন তিনি।

ডন ব্রডম্যানকে পিছনে ফেললেন

ডন ব্রডম্যানকে পিছনে ফেললেন

ডন ব্রডম্যান ঘরের মাটিতে ১০ টেস্টে ৬টি শতরান করেছিলেন। বিরাট সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ৯টি টেস্টেই ৬ শতরান করে ফেললেন।

অস্ট্রেলিয়ায় রানের গড়ে দ্বিতীয় স্থানে বিরাট

অস্ট্রেলিয়ায় রানের গড়ে দ্বিতীয় স্থানে বিরাট

অস্ট্রেলিয়ার মাটিতে রানের গড়ে বিরাট এখন দ্বিতীয় স্থানে। ৩৭ ইনিংসে তাঁর গড় ৬৬.০২। কেন উইলিয়ামসন রয়েছেন প্রথম স্থানে। ২০ ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রানের গড় ৬৭.৪৭। তৃতীয় স্থানে রয়েছেন নির্বাসিত অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। তাঁর ব্যাটিং গড় ২৩ ইনিংসে ৬৩.৭৫।

অস্ট্রেলিয়া মানেই বিরাটের পয়া দেশ!

অস্ট্রেলিয়া মানেই বিরাটের পয়া দেশ!

২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে ৪ টেস্টে ৬৯২ রান করেছিলেন। সেই ট্যুরে বিরাটের এই পারফরম্যান্স তাঁর ক্রিকেট কেরিয়ারে অক্সিজেন জুগিয়েছিল। কারণ, এই সফরের আগেই বিরাট ইংল্যান্ড সফরে বিরাটের ব্যাটিং ব্যর্থতা তাঁর ক্রিকেট কেরিয়ারে প্রশ্ন ঝুলিয়ে দিয়েছিল। এই বছরের শুরুতে বিরাট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে ভালো ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় ৩ টেস্টে ২৮৬ রান করেন। ইংল্যান্ডে এজবাস্টনে প্রথম টেস্টেই শতরান করেছিলেন। ৫ টেস্টের সিরিজে ২টি শতরান-সহ ৫৯৩ রান করেছিলেন।

অধিনায়ক হিসাবে সেরা কনভারশন রেট

অধিনায়ক হিসাবে সেরা কনভারশন রেট

অধিনায়ক হিসাবে বিরাট-এর কনভারশন রেট সবচেয়ে ভালো। ৭১টি ইনিংসে ১৮টি শতরান-সহ ৯টি অর্ধশতরান করেছেন তিনি। পারথ টেস্টের তৃতীয় দিনে-ও ৬৩ শতাংশ কনভারশন রেট ছিল।

২০১৮-তে ৫ শতরান

২০১৮-তে ৫ শতরান

এই বছরে ৫টি টেস্ট শতরান করে ফেললেন বিরাট। দক্ষিণ আফ্রিকায় ১টি, ইংল্যান্ডে ২টি, ভারতে ১টি এবং অস্ট্রেলিয়ায় ১টি শতরান করেছেন এখন পর্যন্ত। বছর শেষ হওয়ার আগে সামনে পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস ও আরও একটি টেস্ট রয়েছে। সুতরাং, বিরাটের সামনে রান সংগ্রহের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে শতরানের সংখ্যা বাড়়ানোর সুযোগ থাকছে। সেক্ষেত্রে ৫ শতরানের সংখ্য়াটা বাড়লে অবাক হওয়ার কিছু নেই।

 ২৫ তম টেস্ট শতরান

২৫ তম টেস্ট শতরান

পারথ-এ শতরান-সহ টেস্ট ক্রিকেটে ২৫ তম শতরানটি ঝুলিতে পুরে ফেলেছেন বিরাট। ওডিআই ও টেস্ট মিলিয়ে ৬৩টি শতরান হয়ে গেল বিরাটের।

English summary
Virat Kohali has touched and built many records with the Parth Century. Take a glance on these records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X